বড় খবরঃ সুশান্ত সিংয়ের মতো মুম্বাইয়ে আরও এক অভিনেতার রহস্যজনক মৃত্যু! উঠছে নানান প্রশ্ন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তের বড় খবর আসছে বিহারের মুজফরপুর থেকে। বিহারের এক নবীন শিল্পীর রহস্যজনক মৃত্যু হয়েছে মুম্বাইয়ে। মৃত শিল্পীর নাম অক্ষত উৎকর্ষ, তিনি মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্ষত বলিউডের নবীন শিল্পী ছিলেন। তিনি বিহারের মুজফরপুরের সিকন্দরপুর এলাকার বাসিন্দা ছিলেন। অক্ষতের পরিবার এই রহস্যজনক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছে।

মৃত শিল্পীর মামা রঞ্জিত সিং বলেন, রবিবার রাত ৯ টা নাগাদ অক্ষতের বাবার সাথে কথা হয়েছিল, কিন্তু এরপর মধ্য রাতে অক্ষতের মৃত্যুর খবর পাওয়া যায়। এর সাথে সাথে অক্ষতের মামা মুম্বাই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। মৃত শিল্পীর দেহ মুম্বাই থেকে পাটনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

অক্ষতের পরিবার অভিযোগ করে বলেছে যে, মুম্বাই পুলিশ এই মামলায় কোনও সহযোগিতা করছে না। এর সাথে সাথে কোনও অভিযোগও দায়ের করছে না তাঁরা। আপাতত এই ঘটনার বিস্তৃত তথ্যের অপেক্ষা করা হচ্ছে। জানিয়ে দিই, এর আগে মুম্বাইয়ে থাকা বিহারের বাসিন্দা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সন্দেহজনক মৃত্যু হয়েছিল। আর সেই মৃত্যুর রহস্য ভেদ হওয়ার আগেই আরও এক নবাগত শিল্পীর মৃত্যুর খবর সামনে এলো।

X