বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কুনো ন্যাশনাল পার্কে (Kuno National Park) ফের আরও একটি চিতার মৃত্যু হল। এমতাবস্থায়, গত ২৭ মার্চ থেকে শুরু করে এই নিয়ে মাত্র দেড় মাসের ব্যবধানে মারা গেল তিনটি চিতা। জানা গিয়েছে, এবার একটি স্ত্রী চিতার মৃত্যু ঘটেছে। যার নাম হল দাক্ষা।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পরস্পরের সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে ওই স্ত্রী চিতাটির মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ ওই স্ত্রী চিতাটিকে আহত অবস্থায় দেখতে পায় মনিটরিং টিম। তারপর দাক্ষার চিকিৎসা করা হলেও দুপুর ১২ টার দিকে স্ত্রী চিতাটি মারা যায়। মূলত, পুরুষ চিতার হিংস্র আক্রমণের জেরেই প্রাণ হারায় সে।
এদিকে, এখনও পর্যন্ত কুনো ন্যাশনাল পার্কে মোট তিনটি চিতার মৃত্যু হল মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে। এর আগেও সেখানে দু’টি চিতা মারা গেছে। প্রথমে মারা যায় “শাশা” নামের একটি স্ত্রী চিতা। তারপরে গতমাসে মৃত্যু হয় “উদয়” নামের একটি পুরুষ চিতার। এবার ফের মৃত্যু হল আরও একটি চিতার।
বর্ষার আগেই জঙ্গলে ছেড়ে দেওয়া হবে চিতাগুলিকে: জানা গিয়েছে, কুনো ন্যাশনাল পার্কে চিতাগুলিকে বাইরে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রস্তুতি চলছে। জুনে বর্ষা শুরুর আগেই সেগুলিকে ছেড়ে দেওয়া হবে। এমতাবস্থায়, কুনো ন্যাশনাল পার্ক সূত্রে জানা গিয়েছে, জুনের শেষ নাগাদ দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলিকে নিরাপদ ঘের থেকে বের করে খোলা জঙ্গলে ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
MP| A female Cheetah Daksha, brought from South Africa has died in Kuno National Park. This is the 3rd death so far: MP Chief Conservator of Forest JS Chauhan pic.twitter.com/dQp5V0f1Ek
— ANI (@ANI) May 9, 2023
উল্লেখ্য যে, গত বছরের ১৭ সেপ্টেম্বর কুনো ন্যাশানাল পার্কে সুদূর নামিবিয়া থেকে নিয়ে আসা চিতা ছাড়া হয়েছিল। শুধু তাই নয়, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চিতা আনার ব্যাপারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিলেন। কিন্তু মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে একের পর এক চিতার মৃত্যুর জেরে রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়েছে।