কথা-এভি অতীত! সিরিয়ালে বিয়ের আগেই বাস্তবে প্রেমের ফাঁদে পড়লেন এই হিট জুটি!

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে যতগুলি বাংলা সিরিয়াল (Serial) সম্প্রচারিত হচ্ছে, তাদের মধ্যে অন্যতম ‘কথা’। স্টার জলসার এই ধারাবাহিকটি অল্পদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের। কথা আর এভির জুটিকে চোখে হারাচ্ছে ভক্তরা। গোবরদেবী আর তার পাচকমশাই এর জুটি কার্যত সুপারহিট। টিআরপিতেও ভালো জায়গায় রয়েছে কথা।

কথা সিরিয়ালে (Serial) ফের নতুন জুটি

কথা (Serial) এভি জুটি এতটাই হিট হয়েছে যে বাস্তবেও সাহেব সুস্মিতাকে একসঙ্গে দেখতে চাইছেন দর্শক। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের নানান মিষ্টি মুহূর্ত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একসঙ্গে দোল উদযাপন করতেও দেখা গিয়েছে তাঁদের। তবে এবারে চর্চায় কথা এভি একা নয়, রয়েছে আরো এক জুটি। এই সিরিয়ালেরই (Serial) আরেক জুটি সম্প্রতি উঠে এসেছে লাইমলাইটে। আর তাঁরা হলেন নীলাদ্রি এবং প্রিয়া।

Another couple reportedly in relation in kothha serial

ভাইরাল পোস্ট দেখে জল্পনা: এই দুই চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় এবং অলিভিয়া মালাকারকে। সিরিয়ালে (Serial) এই জুটির মধ্যে এখনো বিয়ে হয়ে ওঠেনি। যদিও বাস্তবে দুই সহ অভিনেতার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু এবার সেই সমীকরণ বুঝি একটু বদল হয়েছে। অন্তত সাম্প্রতিক একটি পোস্ট দেখে এমনি ধারণা করছেন অনেকে।

আরো পড়ুন : সর্বনাশ! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে লাগাতার পতন, মাথায় হাত বিনিয়োগকারীদের

কী বলছেন নেটিজেনরা: সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করেছেন অলিভিয়া (Serial)। সেখানে সৌরভের সঙ্গে যুগলে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘তুঝ মে রব দিখতা হ্যায় ইয়ারা ম্যায় কেয়া করু’। এই ছবিগুলি দেখেই গুঞ্জন ছড়িয়েছে দর্শক মহলে।

আরও পড়ুন : আশঙ্কাটাই সত্যি হল, আচমকাই মুখ বদল জি বাংলার সিরিয়ালে! সরানো হল এই অভিনেত্রীকে

কমেন্ট বক্স ভরে গিয়েছে শুভেচ্ছা বার্তায়। সত্যিই কি প্রেম করছেন দুজনে? সংবাদ মাধ্যমকে সৌরভ বলেন, স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের জন্যই তোলা ওই ছবিগুলি। কিন্তু তবে এত গুঞ্জন কেন? সৌরভ জবাবে বলেন, তিনি জানেন না কেন এত জল্পনা। তবে অলিভিয়ার সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে শুধু ভালো ‘বন্ধু’র তকমা দিয়েছেন সৌরভ।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর