আবহাওয়ার খবর:সব লন্ডভন্ড করতে ঘন্টায় ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কালমেগি

 

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি বাংলার ওপর দিয়ে বয়ে গেছে ঘূর্ণিঝড় বুলবুল। ঘূর্ণিঝড় বুলবুলের জেরে এই বছর প্রথম শীতের আমেজ অনুভব করেছিলো কলকাতাবাসী। আবহাওয়াবিদদের অনুমান, ফের ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কালমেগি। তবে এখানে নয়, জানা গিয়েছে এই ঘূর্ণিঝড় বয়ে যাবে ফিলিপিন্সের ওপর দিয়ে।

আবহাওয়াবিদদের অনুমান, ঝড়ের গতিবেগ হবে ঘন্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। প্রশান্ত মহাসাগরের বুকে তিন চারদিন ধরে তাণ্ডব চালিয়ে টাইফুন আকারে এই ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ।

স্থলভাগে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এই ঘূর্ণিঝড় আছরে পড়বে ফিলিপিন্স উপকূলে। এই সামুদ্রিক ঝড়ের নাম হল “কালমেগি”। ক্রমশ নিজের শক্তি বাড়িয়ে টাইফুনে পরিণত হবে এই কালমেগি।

IMG 20191121 162436

বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। কালমেগি কতটা গভীরভাবে ধেয়ে আসছে তার সংকেত উত্তাল সমুদ্র আগেভাগেই দিচ্ছে। ফিলিপিন্সের সমুদ্র উপকূলে বইছে ঝড়ো হাওয়া।

আবহাওয়াবিদদের অনুমান, এই কালমেগি ফিলিপিন্সের সবথেকে বড় ঝড় হতে চলেছে। কালমেগির থাবা থেকে মানুষজনকে বাঁচাতে সমুদ্র উপকূল খালি করছে প্রশাসন। যদিও ফিলিপিন্সের ওপর দিয়ে এই ধরনের ঝড়ঝাপটা নতুন কিছু নয়, তবুও কোনরকম রিক্স নিতে নারাজ প্রশাসন। অনুমান করা যাচ্ছে, কালমেগি ফিলিপিনস উপকূলে নিজের মতো তান্ডব চালিয়ে শক্তি হারিয়ে চলে যাবে দক্ষিণ-পশ্চিমে।

সম্পর্কিত খবর