ফের রক্তাক্ত হল পাকিস্তান! ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৭, আহত ১৭

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর এবার পাকিস্তানে (Pakistan) বোমা বিস্ফোরণ ঘটতে শুরু করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সোমবার উত্তর-পশ্চিম পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সরকারপন্থী শান্তি কমিটির অফিসের বাইরে এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। যেখানে কমপক্ষে ৭ জন প্রাণ হারান এবং ১৭ জন আহত হয়েছেন।

পাকিস্তানে (Pakistan) ফের ভয়াবহ বিস্ফোরণ:

জানিয়ে রাখি যে, দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার প্রধান শহর ওয়ানায় এই বিস্ফোরণটি ঘটে। যা একসময় পাকিস্তানি (Pakistan) তালিবানদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হত। এই প্রসঙ্গে স্থানীয় পুলিশ প্রধান উসমান ওয়াজিরের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে যে, বোমাটির মাধ্যমে বিশেষভাবে শান্তি কমিটির অফিসকে “টার্গেট” করা হয়েছিল। এদিকে, এই কমিটি তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (TTP) বিরোধিতা করে। এর পাশাপাশি, ওই কমিটি স্থানীয় বিরোধ নিষ্পত্তিতেও ভূমিকা পালন করে বলেও জানা গিয়েছে। এদিকে, পুলিশ আধিকারিকরা ওই বিস্ফোরণটিকে অত্যন্ত শক্তিশালী বলে বর্ণনা করেছেন। যার ফলে ঘটনাস্থলে ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে।

Another deadly explosion in Pakistan.

কোনও সংগঠন দায় স্বীকার করেনি: এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে, কেবল TTP-র ওপরেই সন্দেহ প্রকাশ করা হচ্ছে। ওই গোষ্ঠী প্রায়শই পাকিস্তান রাষ্ট্রের সাথে সহযোগিতা করছে অসামরিক নাগরিক এবং সংস্থাগুলিকে টার্গেট করে। এর পাশাপাশি নিরাপত্তা বাহিনীকেও টার্গেট করে তারা। জানিয়ে রাখি যে, পাকিস্তানি (Pakistan) তালিবান একটি পৃথক সংগঠন হলেও আফগান তালিবানদের সাথে তাদের এখনও খুব ভালো সম্পর্ক রয়েছে। উল্লেখ্য যে, ২০২১ সালে মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের পর তালিবান আফগানিস্তানে ক্ষমতা দখল করে।

আরও পড়ুন: বাড়ল মোহনবাগানে নির্বাচনের উত্তাপ! সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসু

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা বজায় রয়েছে: জানিয়ে রাখি, পাকিস্তান (Pakistan) সেনাবাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলায় অভিযানের সময়ে ৫৪ জন জঙ্গিকে হত্যা করার ঘোষণা করার একদিন পরই এই বিস্ফোরণ ঘটল। সংবাদ সংস্থা এপির খবরে বলা হয়েছে, ওই সন্ত্রাসবাদীরা আফগানিস্তান থেকে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। এদিকে, দীর্ঘদিন ধরেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অস্থিতিশীলতার পরিবেশ বিরাজ করছে। এমতাবস্থায়, পাকিস্তানি তালিবানের পুনরুত্থান ইসলামাবাদের জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ তালিবানদের দখলের পর, তাদের অনেক নেতা এবং সৈন্য আফগানিস্তানে নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে।

আরও পড়ুন: “ভারত ভুল করলেই আমরা প্রতিশোধ নেব”, একী বলে ফেললেন পাকিস্তানের মন্ত্রী? শুরু হইচই

পাকিস্তানে উত্তেজক পরিস্থিতি: এত কিছুর মধ্যেও, পাকিস্তানের (Pakistan) নিরাপত্তা পরিস্থিতি সরকার এবং সেনাবাহিনীর জন্য উদ্বেগের বিষয়। দেশের বিভিন্ন এলাকায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। গত ২৫ এপ্রিল, কোয়েটায় রাস্তার পাশে বোমা হামলায় ১০ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩ জন আহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি (BLA)। BLA জানিয়েছে যে বোমা নিষ্ক্রিয়কারী দলের গাড়ি লক্ষ্য করে করা এই হামলায় একটি রিমোট কন্ট্রোলড আইইডি ব্যবহার করা হয়েছিল।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X