বাংলাহান্ট ডেস্ক : কয়েকদিন আগেই কেঁপে উঠেছিল পাকিস্তানের কিছু অংশ। কিছুদিন কাটতে না কাটতেই ফের কাঁপল (Earthquake) দেশের মাটি। শনিবার দুপুরে ভারতের এই প্রতিবেশী দেশে কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৮ মাত্রার ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল পাক রাজধানী ইসলামাবাদের কাছেই রাওয়ালপিন্ডি। মূলত পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের একটা বিস্তীর্ণ অংশে কম্পন (Earthquake) অনুভূত হয়েছে। আতঙ্কে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
ফের ভূমিকম্প (Earthquake) পাকিস্তানে
পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এদিন দুপুরে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, চকওয়াল, অটক, পঞ্জাবের কিছু শহরে তীব্র ভূমিকম্প (Earthquake) অনুভূত হয়। এছাড়াও খাইবার পাখতুনখোওয়াতে পেশোয়ার, মর্দন, মহম্মদ এলাকাতেও কম্পন টের পাওয়া গিয়েছে। ইসলামাবাদের ভূমিকম্প বিষয়ক দফতরের রিপোর্ট বলছে, শনিবার দুপুরে সাড়ে বারোটা নাগাদ প্রথম কম্পন (Earthquake) অনুভূত হয়। এর তীব্রতা ছিল প্রায় ৫.৫। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২ কিমি গভীরে ছিল কম্পনের উৎসস্থল। রাওয়ালপিন্ডি থেকে আরো ৬০ কিমি উত্তর পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্র হিসেবে চিহ্নিত করা গিয়েছে। এমনকি ভারতের কাশ্মীরেও এই ভূমিকম্প টের পাওয়া গিয়েছে বলে খবর।
কেঁপেছে আফগানিস্তানের অংশও: শুধু পাকিস্তান নয়, এনএসএমসি সূত্রে খবর, আফগানিস্তান এবং তাজিকিস্তান সীমান্তেও এদিন কেঁপে (Earthquake) ওঠে মাটি। সকাল ১১ টা ৫৪ মিনিটে কম্পন টের পাওয়া গিয়েছিল এই এলাকায়। রিপোর্ট বলছে, ৪.৩ মাত্রার ভূমিকম্পের (Earthquake) উৎস ছিল ভূপৃষ্ট থেকে প্রায় ৮৮ কিমি গভীরে। শাংলা, মর্দন, অ্যাবোটাবাদ, হরিপুর, কোহিস্তান এর মতো এলাকা ছাড়াও আরো কিছু অংশে এদিন কম্পন বোঝা গিয়েছে। তবে এখানে ভূমিকম্পের জেরে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
EQ of M: 5.3, On: 12/04/2025 13:00:55 IST, Lat: 33.70 N, Long: 72.43 E, Depth: 10 Km, Location: Pakistan.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/8NMoU2Lhe2— National Center for Seismology (@NCS_Earthquake) April 12, 2025
আরো পড়ুন : অনলাইনে জামা বেচে সংসার চালাচ্ছেন সুস্মিতার ভাইয়ের প্রাক্তন স্ত্রী! আগে কী কাজ করতেন চারু?
পরপর ভূমিকম্পের খবর আসছে: বিগত কয়েকদিন ধরেই ভারতের আশপাশের এলাকায় একের পর এক ভূমিকম্পের (Earthquake) খবর পাওয়া যাচ্ছে। গত ২৮ শে মার্চ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল মায়ানমার। ৭.৭ মাত্রার কম্পনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে দেশটির একটা বড় অংশ। তারপরেই ৬.৪ মাত্রার আফটারশকে পরিস্থিতির আরো অবনতি হয়। ভূমিকম্পের প্রভাব পড়ে প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককেও।
আরো পড়ুন : মোদীর সফরের আগে কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখল সেনা! খতম ৩ সন্ত্রাসবাদী, শহিদ ১ জওয়ান
মায়ানমারে ওই ভূমিকম্পের পর থেকে দু সপ্তাহের মধ্যে ২.৮ থেকে ৭.৫ তীব্রতার প্রায় ১১২ টি কম্পন অনুভূত হয়েছে এই অঞ্চলে। গত ৩১ মার্চও বিকেল ৪ টে ১০ নাগাদ পাকিস্তানের করাচি এবং সংলগ্ন অঞ্চলে হয় ভূমিকম্প। বালোচিস্তান প্রদেশেও অনুভূত হয়েছিল কম্পন। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ছিল ৪.৭। তবে শনিবারের ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি পাক সরকারের তরফে।