এবার বেসরকারিকরণ হতে চলেছে আরও আরেকটি সরকারি কোম্পানি! এই দিন হবে নিলাম

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই একাধিক সরকারি কোম্পানিকে ধীরে ধীরে বেসরকারিকরণ করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি সরকারি কোম্পানি। জানা গিয়েছে, ভারি মেশিন প্রস্তুতকারক সংস্থা ভারত আর্থ মুভার্স লিমিটেড (Bharat Earth Movers Limited) অর্থাৎ BEML-এর বেসরকারিকরণের প্রক্রিয়া এবার আরও ত্বরান্বিত হয়েছে। পাশাপাশি, আসন্ন ডিসেম্বরের ত্রৈমাসিকেই কৌশলগত বিনিয়োগের জন্য আর্থিক দরপত্র ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য যে, এই সংস্থায় সরকারের ৫৪ শতাংশ শেয়ার রয়েছে। যার ২৬ শতাংশ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

BEML Land Assets Ltd-এ মিলবে ভাগ: এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন যে, BEML-এর প্রত্যেক শেয়ারহোল্ডার BEML Land Assets Ltd-এ একটি নির্দিষ্ট পরিমান ভাগ পাবেন। পাশাপাশি এই প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে। সংশ্লিষ্ট আধিকারিকের কথায়, “এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে BEML-এর কৌশলগত বিক্রয়ের জন্য আর্থিক দরপত্রগুলিকে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে আমন্ত্রণ জানানো হবে।”

এছাড়াও, জানা গিয়েছে যে, কর্পোরেট বিষয়ক মন্ত্রক আগস্ট মাসের শুরুর দিকে BEML-এর জমি এবং নন-কোর অ্যাসেটগুলিকে BEML Land Assets Ltd-এ যুক্ত করার অনুমোদন দিয়েছে।

সরকার এই সংখ্যক শেয়ার বিক্রি করবে: অধিকারিকদের পক্ষ থেকে জানা গিয়েছে, এই সংক্রান্ত আর্থিক দরপত্রগুলি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের দিকে সম্পন্ন হবে। ততদিনে শেয়ার ক্রয়ের খসড়া চুক্তিও চূড়ান্ত হবে। উল্লেখ্য যে, সরকার গত বছরের জানুয়ারিতে এই ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য BEML-এর ২৬ শতাংশ শেয়ার বিক্রির ক্ষেত্রে প্রাথমিক দরপত্রের আহ্বান জানিয়েছিল।

images 28

সরকারের রয়েছে ৫৪.০৩ শতাংশ অংশীদারিত্ব: জানা গিয়েছে, প্রতিরক্ষা পাবলিক সেক্টরের উদ্যোগ BEML-এ সরকারের ৫৪.০৩ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। এমতাবস্থায়, বর্তমান বাজার মূল্য অনুযায়ী BEML-এ স্থিত সরকারের ২৬ শতাংশ শেয়ার বিক্রি করা হলে প্রায় ২,০০০ কোটি টাকা পাওয়া যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর