শুভেন্দুর পর ইস্তফা আরও এক হেভিওয়েট তৃণমূল বিধায়কের! মাথায় হাত মমতার

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি সেখান থেকে বর্ধমানে গিয়ে তৃণমূলের (All India Trinamool Congress) সাংসদ সুনীল মণ্ডলের সাথে বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। এরপর আজ শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূলের সমস্ত পদ ছেড়ে দেন। শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তের পর রাজ্য থেকে আরও এক খবর আসছে।

jitendra

সুত্র অনুযায়ী, এবার আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও ইস্তফা দিয়েছেন। তিনি একটি আগেই আসানসোলের পুরসভা কর্মীদের সামনে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন। আগামী শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠক হওয়ার কথা ছিল জিতেন্দ্র বাবুর। কিন্তু তার আগেই তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর