ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি! বাংলাদেশে ফের হামলা ইসকনের মন্দিরে, পুড়ল লক্ষ্মী-নারায়ণের বিগ্রহ

বাংলাহান্ট ডেস্ক : মহম্মদ ইউনূসের বাংলাদেশে (Bangladesh) উগ্রবাদের আরো এক ঘটনা। ওপার বাংলায় এখন শুধুই সংখ্যালঘুদের আর্তনাদ আর ভারতের বিরুদ্ধে বিদ্বেষের গর্জন। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে হিন্দুদের উপরে নির্যাতনের খবর। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই বাংলাদেশে (Bangladesh) চরমপন্থীদের নিশানায় চলে এসেছে ইসকন। আর এবার আক্রান্ত হল ইসকনের আরো এক কেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।

বাংলাদেশে (Bangladesh) ফের আক্রান্ত ইসকন

এবার ঘটনাস্থল ঢাকা (Bangladesh)। মধ্যরাতে দুষ্কৃতীরা রাধাকৃষ্ণের মন্দিরে আগুন জ্বালিয়ে দেয় বলে দাবি করেছেন রাধারমণ দাস। পুড়ে গিয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ। সেই ছবি শেয়ার করে ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘বাংলাদেশে আরো একটি ইসকন নামহাট্টার সেন্টার পুড়িয়ে দেওয়া হল। শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের বিগ্রহ এবং মন্দিরের ভেতরে সমস্ত কিছু সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে।’

Another isckon temple in dhaka Bangladesh has been set on fire

কীভাবে লাগানো হল আগুন: তিনি আরো লেখেন, ‘এই সেন্টারটি ঢাকায় রয়েছে। আজ মধ্যরাত ২-৩ টের মধ্যে দুষ্কৃতীরা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এবং শ্রী শ্রী মহাভাগ্য লক্ষ্মী নারায়ণ মন্দিরে আগুন ধরিয়ে দেয়। এই মন্দির দুটি ঢাকার তুরাগ পুলিশ স্টেশনের অন্তর্গত ধৌর গ্রামের হরে কৃষ্ণ নামহাট্টা সঙ্ঘে রয়েছে। মন্দিরের পেছনে টিনের চাল তুলে আগুন লাগানো হয়েছে।’ এই পোস্টে মন্দিরের ঠিকানাও উল্লেখ করে দিয়েছেন তিনি।

আরো পড়ুন : মেয়ে মিস ওয়ার্ল্ড জিতবে ভাবতেই পারেননি, প্রিয়াঙ্কাকে সামলাতে কী কাণ্ড করেছিলেন তাঁর বাবা মা!

বাংলাদেশে বিপদে সংখ্যালঘুরা: শেখ হাসিনা সরকারের পতন এবং ইউনূসের নেতৃত্বে অন্তর্বতীকালীন সরকারের গঠনের পর থেকেই দুঃসময় ঘনিয়ে এসেছে বাংলাদেশের (Bangladesh) সংখ্যালঘুদের। বেছে বেছে হামলা করা হচ্ছে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের বাড়িঘর, দোকান। আক্রান্ত হচ্ছে ধর্মীয়স্থল। ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে।

আরো পড়ুন : ‘খুব কষ্ট, হয় আমাকে মরে যেতে হবে নয়তো…’ অশান্তির বাংলাদেশে কেমন আছেন ‘বেদের মেয়ে জোসনা’ অঞ্জু?

নতুন বাংলাদেশে (Bangladesh) সংখ্যালঘুদের সমানাধিকারের জন্য সুর চড়ান সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। তারপরেই বাংলাদেশের (Bangladesh) জাতীয় পতাকাকে অবমাননার দায়ে গ্রেফতার করা হয় তাঁকে। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। তাঁর এক আইনজীবীর উপরে হামলা চালানো হয়েছে। হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। পরিস্থিতি এমনি হয়ে দাঁড়িয়েছে যে চিন্ময় কৃষ্ণের হয়ে লড়ার জন্য আর কোনো আইনজীবী নেই। অন্যদিকে ইসকনের উপর নেমে আসছে একের পর এক হামলা। এমনকি ছাড় পায়নি গোশালার অবলা প্রাণীরাও। অতি সম্প্রতি সংখ্যালঘুদের রক্ষা করার বিষয়ে বার্তা দিয়েছেন মহম্মদ ইউনূস। তার মাঝেই খাস বাংলাদেশের রাজধানীতে ঘটে গেল এই ঘৃণ্য ঘটনা।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর