বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি দেশে দুর্নীতির বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার এবং ED (Enforcement Directorate)। এর আগেও কয়েকজন বড় বড় রাঘববোয়াল জেলে গিয়েছেন। এবার ED-র হাতে পড়লেন ঝাড়খণ্ড (Jharkhand) সরকারের মন্ত্রী এবং কংগ্রেস নেতা আলমগীর আলম (Alamgir Alam)। ৭০ বছর বয়সী নেতাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছে ED।
কংগ্রেসের এই নেতার চাকরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা। কোটি কোটি টাকা উদ্ধার করেছে ED। ED তাকে রাঁচির অফিসে ডেকে পাঠায়। মঙ্গলবারও তাকে জিজ্ঞাসা করা হয়। গত সপ্তাহে ED গ্রেফতার করে তার ব্যক্তিগত সচিব সঞ্জীব লাল এবং লালের চাকর জাহাঙ্গীর আলমকে। এই দুজনের একটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হওয়া নগদের অংক ৩২ কোটি টাকারও বেশি!