বাংলাহান্ট ডেস্ক : টিআরপির খেলা জমে ক্ষীর। চ্যানেলগুলি নতুন নতুন সিরিয়াল (Serial) এনে, নয়তো পুরনো ধারাবাহিকেই নতুন চমক এনে টিআরপি ধরে রাখার চেষ্টা করছে। প্রথম সারির দুই চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা কার্যত নতুন সিরিয়াল (Serial) এনে টক্করে লেগে গিয়েছে। নতুন নতুন গল্প এনে টিআরপি ধরার লড়াইয়ে নাম লিখিয়েছে চ্যানেলগুলি।
তিনটি সিরিয়াল (Serial) আসছে জি বাংলায়
বিশেষ করে দর্শকদের পরপর চমক দিয়ে চলেছে জি বাংলা। এক ঝটকায় তিন তিনটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে এই চ্যানেলে। বেশ কিছুদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হচ্ছে। এই চ্যানেলে পরপর শুরু হতে চলেছে ‘দুগ্গামণি ও বাঘমামা’, ‘চিরদিনই তুমি যে আমার’ এবং আরো এক নতুন ধারাবাহিক। দুটি সিরিয়াল (Serial) শুরু হওয়ার আগেই সামনে এল তিন নম্বর মেগার প্রথম ঝলক।
প্রকাশ্যে প্রথম ঝলক: অনকদিন ধরেই শোনা যাচ্ছিল শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তীর একটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে জি বাংলায়। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে রুবেল দাসকে। এখনও পর্যন্ত শেষ হয়নি ‘নিম ফুলের মধু’। কিন্তু গল্প ফুরোনোর আগেই নায়ক ছেড়েছেন সিরিয়াল (Serial)। পা রেখেছেন নতুন ধারাবাহিকে। এবার সামনে এল সেই সিরিয়ালেরই (Serial) প্রথম ঝলক।
আরো পড়ুন : দর্শক টানতে “মোক্ষম” চাল, স্টার জলসাই আনছে “প্রথম” বার! প্রোমো আসতেই শোরগোল ফেলে দিল নতুন সিরিয়াল
কী হতে চলেছে গল্প: বাংলাহান্ট প্রথম জানিয়েছিল, রুবেলের নতুন সিরিয়ালের (Serial) নাম হতে চলেছে ‘তুই আমার হিরো’। প্রধান চরিত্রে রুবেলের বিপরীতে থাকবেন মোহনা মাইতি। প্রোমো শুট শেষ হওয়ার পর এপিসোডের শুটিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর। আর এবার সামনে এল প্রথম ঝলক। রুবেলকে দেখা গিয়েছে ঝাঁ চকচকে অবতারে। অন্যদিকে মোহনার সাদাসিধে লুকও নজর কেড়েছে। চ্যানেলের তরফে জানানো হয়েছে, এক সাধারণ মেয়ের সাথে সুপারস্টারের প্রেমের গল্প নিয়ে আসছে এই নতুন ধারাবাহিক (Serial)।
আরো পড়ুন : মেনে নিতে পারছেন না দর্শকরা, ট্র্যাক বদলাতেই নায়িকা পরিবর্তনের দাবি জি এর মেগায়
উল্লেখ্য, প্রথমে শোনা গিয়েছিল এই সিরিয়ালে (Serial) রুবেলের বিপরীতে থাকার কথা ছিল নবাগতা মধুরিমা চক্রবর্তীর। কিন্তু পরে জানা যায়, কামব্যাক করছেন মোহনা। তবে হঠাৎ করে নায়িকা বদলের কারণ এখনো স্পষ্ট হয়নি।