প্রোমো শুট সারা, হইহই করে শুটিং শুরু আরো এক মেগার, কোন স্লটে আসছে জি এর নতুন সিরিয়াল?

বাংলাহান্ট ডেস্ক : একটি সিরিয়াল (Serial) শুরু হওয়া মানে তা শেষ হবেই। সব গল্পেরই একটা শেষ থাকে। পুরনো সিরিয়াল শেষ হয়। তার জায়গায় শুরু হয় নতুন ধারাবাহিক। পুরনো সিরিয়াল (Serial) শেষের কষ্ট থাকলেও নতুন মেগার গল্প, অভিনয়ে ধীরে ধীরে মজে যান দর্শক। তেমনি অভিনেতা অভিনেত্রীদেরও একটি সিরিয়াল (Serial) শেষের সময় কষ্ট হয়। আবার শুরু হয় নতুন কাজ, নতুন চরিত্রে মন দেন তাঁরা।

জি বাংলায় শুরু হচ্ছে নতুন সিরিয়াল (Serial)

জি বাংলা থেকে স্টার জলসা সব চ্যানেলেই চলছে টিআরপির খেলা। আর সেই খেলায় কোনো সিরিয়ালের (Serial) হার হচ্ছে, তো কারোর জিত। যে ধারাবাহিকগুলি টিআরপিতে পিছিয়ে যাচ্ছে তাদের স্লট বদল হচ্ছে, নয়তো গল্প ফুরোলে শেষ করে দেওয়া হচ্ছে। শুরু হচ্ছে আবার নতুন গল্প।

Another new serial to start soon in zee bangla

শুরু হবে দুটি মেগা: জি বাংলায় দু দুটি নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে মার্চের প্রথম সপ্তাহেই। ‘দুগ্গামণি ও বাঘমামা’ শুরু হচ্ছে আগামী ৩ রা মার্চ থেকে। অন্যদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ শুরু হতে চলেছে আগামী ১০ ই মার্চ থেকে। পরপর দুই সপ্তাহে দুটি ধারাবাহিক (Serial) শুরু হচ্ছে জি বাংলায়। তবে শুধু এই দুটি সিরিয়াল নয়, আরো একটি নতুন ধারাবাহিকও আসছে খুব শীঘ্রই।

আরো পড়ুন : নতুন মেগার ঠেলায় ওলটপালট স্লট, ৫ মাসেই কপাল পুড়ল জি বাংলার সিরিয়ালের

সারা হয়েছে প্রোমো শুট: নিম ফুলের মধু শেষ হচ্ছে এমন গুঞ্জন তো দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। নায়ক রুবেল দাস ইতিমধ্যেই শেষ করেছেন শুটিং। গত ২২ শে ফেব্রুয়ারি নিম ফুলের (Serial) শেষ শুটিং সেরেছেন পর্দার সৃজন। আর এই সেটে যাবেন না তিনি। শেষ দিনের শুটিংয়ে তাই মন ভার, চোখে জল অভিনেতার। যদিও বিরতি নেবেন না তিনি। শ্রীজিৎ রায়ের আসন্ন ধারাবাহিকে (Serial) নায়ক রূপে দেখা মিলবে তাঁর। ইতিমধ্যেই ২১ শে ফেব্রুয়ারি নাকি প্রোমো শুট হয়েও গিয়েছে সেই নতুন সিরিয়ালের। এবার এই নতুন ধারাবাহিক নিয়ে এসেছে বড় খবর।

আরো পড়ুন : ‘যখন জানলাম ওটা মূর্তি নয়…’, শিবলিঙ্গ নিয়ে বিষ্ফোরক মন্তব্য, ছিছিক্কারের মুখে জলসার নায়িকা!

যেমনটা জানা গিয়েছে, আসন্ন এই সিরিয়ালের (Serial) নাম হতে চলেছে ‘তুই আমার হিরো’। প্রধান চরিত্রে রুবেলের বিপরীতে থাকবেন মোহনা মাইতি। প্রোমো শুট শেষ হওয়ার পর এপিসোডের শুটিংও শুরু হয়ে গিয়েছে বলে খবর।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর