বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই একের পর এক খারাপ খবর এসেই চলছে বিনোদুনিয়া থেকে। কিছুদিন আগেই জানা গিয়েছিল, বর্ষীয়ান অভিনেত্রী (Serial) বাসন্তী চট্টোপাধ্যায় ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী তিনি। এবার আরো এক প্রবীণ অভিনেত্রীর অসুস্থতার খবর এল। অস্ত্রোপচার হতে চলেছে বর্ষীয়ান অভিনেত্রীর (Serial)।
অসুস্থ জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী (Serial)
অসুস্থ অভিনেত্রী (Serial) অনামিকা সাহা। গলব্লাডারে স্টোন হয়েছে তাঁর। তাই করা হবে অস্ত্রোপচার। জীবনে কখনো বড় অস্ত্রোপচার হয়নি তাঁর। কিন্তু এবারে না করেও উপায় নেই। তাই রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন তিনি। বয়স হয়েছে, উপরন্তু একাধিক আনুষঙ্গিক অসুখ। সব মিলিয়ে বেশ চিন্তায় রয়েছেন তিনি।
আগেও ছিল অস্ত্রোপচারের তারিখ: সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অনামিকা সাহা বলেন, বয়স তো অনেকটাই হয়েছে। উপরন্তু সুগার রয়েছে। এর আগেও নাকি ডাক্তার বলেছিলেন অস্ত্রোপচারের কথা। কিন্তু সেসময় প্রেশার, সুগার সবকিছু বেশি ছিল। তাই তখন করা সম্ভব হয়নি। এখন অবশ্য সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। তাই ফের অস্ত্রোপচারের ডেট দিয়েছেন চিকিৎসক।
আরো পড়ুন: সৃজনের পর ফের বিয়ের সানাই ‘নিম ফুল’ পরিবারে! লিভ ইন প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন নায়িকা
চলছে সিরিয়ালের শুটিং: জানা গিয়েছে, আগামী ৫ ই ফেব্রুয়ারি অস্ত্রোপচার রয়েছে অনামিকা সাহার। হাসপাতালে ভর্তি হতে হবে তার আগের দিন অর্থাৎ ৪ ঠা ফেব্রুয়ারি। সবকিছু ঠিকঠাক ভাবে মিটে যাক, এটাই প্রার্থনা অভিনেত্রীর।
আরো পড়ুন: প্যারাসিটামল থেকে অ্যান্টিবায়োটিক, রয়েছে সবকিছুই! আরও ৫১ টি ওষুধ “ফেল” করল পরীক্ষায়
এই মুহূর্তে ছোটপর্দায় (Serial) কাজ করছেন অনামিকা সাহা। তবে অস্ত্রোপচারের জন্য আলাদা করে ব্রেক পাননি তিনি। কাজ করে যেতে হচ্ছে একটানা। রয়েছে আবার আউটডোর শুটিংও। তবে অস্ত্রোপচারের পর তিনি ১০ দিন ছুটি পাবেন বলে জানিয়েছেন অনামিকা সাহা।