বাংলা হান্ট ডেস্কঃ আবারও করোনা আক্রন্ত রোগীর সন্ধান পাওয়া গেলো পূর্ব বর্ধমানে। এবারও সেই খণ্ডঘোষেই। এর আগে গত ১৯ তারিখে খণ্ডঘোষের এক ৪৩ বছর ব্যাক্তির মধ্যে পাওয়া গেছিল করোনা সংক্রমণ। এরপরই তাঁকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা জন্য। এখনো উনি চিকিৎসারত।
ওই ঘটনার পর আজ আবার পূর্ব বর্ধমানের সেই খণ্ডঘোষের বাদুলিয়া গ্রাম থেকে আরেকটি সংক্রমণের খবর পাওয়া গেলো। এবার আক্রান্তের বয়স ৯ বছর মাত্র। ৯ বছরের এই নতুন রোগী প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির ভাইয়ের মেয়ে। এই ঘটনা সামনে আসার পর গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী জানিয়েছেন, এর আগে যাঁদের স্যাম্পেল পাঠানো হয়েছিল গতকাল তাদের রিপোর্ট এসেছে। সেখানে ৯ বছরের এক বাচ্চা মেয়ের রিপোর্ট পজেটিভ এসেছে। উনি জানান, জেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসার কারণে ওই বাচ্চার মধ্যে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।
আজ ভোরেই ওই ৯ বছরের বাচ্চাকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার ওই গ্রামেরই এক ব্যাক্তির মধ্যে করোনা পাওয়ার পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছিল যে, ওই ব্যাক্তি কলকাতার মেটিয়াব্রুজ থেকে বাড়ি ফিরেছিলেন। এবার ওই পরিবারের আরও একজনের মধ্যে পাওয়া গেলো করোনা ভাইরাস।