বাংলাহান্ট ডেস্ক : এ যেন সিরিয়াল (Serial) শেষ হওয়ার হিড়িক লেগেছে। একের পর এক ধারাবাহিক শেষ হওয়ায় বিভিন্ন চ্যানেলে বড়সড় রদবদলের সম্ভাবনা থেকে যাচ্ছে। খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে স্টার জলসার ‘উড়ান’। ইতিমধ্যেই অন্তিম পর্বের শুটিং হয়ে গিয়েছে সিরিয়ালের (Serial)। আর এবার আরো একটি ধারাবাহিক শেষের খবরে বড় ধাক্কা লাগল দর্শকদের।
ফের বন্ধের মুখে আরো এক সিরিয়াল (Serial)
বেশ অনেকদিন ধরেই জল্পনা চলছিল উড়ান সিরিয়ালটি (Serial) নিয়ে। দীর্ঘদিন ধরেই কম টিআরপির জেরে স্লটহারা ছিল সিরিয়ালটি। শেষমেষ নতুন ধারাবাহিকের জন্য সময় বদল হতেই বেজে গিয়েছিল বিদায় ঘন্টা। অবশেষে এবার অন্তিম পর্ব সম্প্রচার হতে চলেছে উড়ান এর। তবে এই একটি সিরিয়াল (Serial) নয়, আরো একটি ধারাবাহিক বন্ধের জল্পনা তৈরি হয়েছে চলতি মাসেই।
শেষ হচ্ছে এই সিরিয়াল: বিভিন্ন চ্যানেলে সিরিয়ালের সমাপ্তির ধুম অব্যাহত। জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই কোনো না কোনো ধারাবাহিক শেষ হয়েছে বা হতে চলেছে। এবার আরো একটি ধারাবাহিক যুক্ত হতে চলেছে এই তালিকায়। তবে সেটি এই দুটি চ্যানেলে নয়। কথা হচ্ছে সান বাংলা চ্যানেলের ‘দেবী বরণ’ সিরিয়ালটি নিয়ে।
আরো পড়ুন : হাতে বড় প্রকল্প! আচমকাই মুখ্যমন্ত্রীর বাসভবনে গৌতম আদানি, সামনে এল বড় আপডেট
কেন শেষ করার সিদ্ধান্ত: গত সেপ্টেম্বর মাসে শুরু হয়েছিল ধারাবাহিকটি। প্রথম দিকে ভালো টিআরপি তুললেও ইদানিং নম্বর বেশ কমে গিয়েছে এই সিরিয়ালের। আর সেই কারণেই নাকি এবার ধারাবাহিকটি শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। গুঞ্জন বলছে, এই মাসেই নাকি শেষ হয়ে যেতে পারে সিরিয়ালটি। তেমনটা হলে মাত্র ৬ মাসেই ফুরিয়ে যাবে দেবী বরণের গল্প।
আরো পড়ুন : এবার একই চ্যানেলে দুই প্রাক্তন, সায়ন্ত-বিতর্কের মাঝেই ছোটপর্দায় কামব্যাক দেবচন্দ্রিমার!
প্রসঙ্গত, আরো একটি সিরিয়ালও শেষ হতে চলেছে এই চ্যানেলের। মাত্র ৫ মাসেই শেষ হয়ে যাচ্ছে সান বাংলার সিরিয়াল (Serial) ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’। পায়েল দে এবং তথাগতর সিরিয়ালটি টিআরপিতে বেশ পিছিয়ে পড়েছে। সম্ভবত সেই কারণেই এবার ধারাবাহিকটি (Serial) শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।