ফের ধাক্কা সিরিয়াল জগতে, রাতারাতি বন্ধ হচ্ছে জলসার জনপ্রিয় এই ধারাবাহিক

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নতুনের ভিড়ে অস্তিত্ব হারাচ্ছে পুরনো। স্টার জলসার (Star Jalsa)পর্দায় বন্ধ হচ্ছে একের পর এক মেগা ধারাবাহিক। টিআরপি তালিকায় নিজেদের স্থান না করতে পারায় ধারাবাহিক বন্ধের কথা ঘোষণা করছে চ্যানেল কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় নাম জুড়ল স্টার জলসার বেশ জনপ্রিয় ধারাবাহিক ‘নবাব নন্দিনীর’ (Nabab Nandini)।

মাত্র কয়েকদিন আগেই পথচলা শেষ হয়েছে ‘সাহেবের চিঠি’র। আর এবার পালা এই ধারাবাহিকের। জানা যাচ্ছে, ইতিমধ্যেই শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। গত ১১ ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার শেষবার শুটিং হয়েছে এই ধারাবাহিকের। সম্প্রচার হতে বাকি আর মাত্র কয়েকটি পর্ব। তারপর স্টার জলসার পর্দায় আর দেখা যাবে না রিজওয়ান রব্বানী শেখ এবং ইন্দ্রানী পালের জুটি।

Nabab Nandini

এই ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হয়েছিলেন রিজওয়ান রব্বানী শেখ এবং ইন্দ্রাণী পাল। বিগত বছরের অগাস্ট মাসে শুরু হয়েছিল ধারাবাহিকের পথ চলা। মাত্র ৬ মাস যেতে না যেতেই এবার পড়ল ফুলস্টপ। যদিও আগেও এই ধারাবাহিক বন্ধের গুঞ্জন উঠেছিল, কিন্তু সে সময় অভিনেতা জানিয়েছিলেন এখনই বন্ধ হচ্ছে না এই মেগা। তবে এবার সিরিয়াল বন্ধ নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের নীলিমা অর্থাৎ বিনীতা গুহ।

Nabab Nandini

স্টার জলসার পর্দায় শুরু হয়েছে নয়া ধারাবাহিক ‘বালিঝড়’। সে সময় বদলে দেওয়া হয়েছিল এই মেগার স্লট। আর এবার বন্ধ হতে চলেছে ধারাবাহিক। জানা যাচ্ছে, চলতি মাসের ২৬ তারিখে হবে ধারাবাহিকের শেষ সম্প্রচার।

Nabab Nandini

চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা যাচ্ছে, ২৭ তারিখ থেকে স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘রামপ্রসাদ’। অনেকেরই ধারণা এই ধারাবাহিকের জায়গা করে দিতে এবার পথচলা শেষ হল ‘নবাব নন্দিনীর’। তবে কেবলমাত্র এই ধারাবাহিক নয়, টলি পাড়ায় কান পাতলেন শোনা যাচ্ছে, খুব শীঘ্রই পথ চলা শেষ হতে চলেছে ‘আলতা ফড়িং’,’ গাঁটছড়া’ ধারাবাহিকের।

সম্পর্কিত খবর

X