বাংলাহান্ট ডেস্ক : অশান্তি যেন থামতেই চাইছে না মুর্শিদাবাদে (Murshidabad)। রবিবার আবারও গুলি চলল জেলায়। শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল ধুলিয়ান। এদিন গুলিবিদ্ধ হন এক যুবক। তাঁর কোমরে গুলি লেগেছে বলে খবর। মুর্শিদাবাদ (Murshidabad) মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। এদিকে বিএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের (Murshidabad) ধুলিয়ানে গুলিবিদ্ধ যুবক সামসের নাদার
জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবক সামসের নাদার ধুলিয়ান পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের হিজলতলার বাসিন্দা। তিনি ফেরিওয়ালার কাজ করতেন বলে খবর। যুবকের পরিবারের তরফে অভিযোগ উঠেছে, শনিবার গণ্ডগোল চলাকালীন বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন তিনি। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় বিএসএফ এর তরফে কিছুই জানানো হয়নি এখনো।
এলাকায় নেমেছে বিএসএফ: শুক্রবার রাতেই মুর্শিদাবাদের (Murshidabad) সুতি, ধুলিয়ানের মতো এলাকায় শুরু হয়ে গিয়েছিল বিএসএফ এর টহলদারি। জনতা এবং পুলিশের সংঘর্ষের জেরে পরিস্থিতি উত্তপ্ত হতে উঠলে নামানো হয় বিএসএফ। সেদিনের মতো পরিস্থিতি কিছুটা ঠাণ্ডা হলেও শনিবার সকালে খবর আসে, দুজন আহত হয়েছেন বিএসএফ এর গুলিতে। তাদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে।
আরো পড়ুন : ওয়াকফ ইস্যুতে হিংসার জেরে থমথমে মুর্শিদাবাদ! এরই মধ্যে বড় ‘বৈঠক’ গভীর রাতে…
বিএসএফ এর দিকে আঙুল উঠল: এদিকে রবিবার সকালে আবারও একজনের গুলিতে আহত হওয়ার খবর আসে। তবে যুবকের পরিবার এখন দাবি করে, রবিবার নয়, শনিবারই গুলিবিদ্ধ হন সামসের নাদার। বিএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এনেছে আহত যুবকের পরিবার। তারা জানিয়েছেন, শনিবার বিকেলে এলাকায় অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সামসেরকে। তাঁর দাদা কাইফুল জানান, শনিবার বিকেল ৪:৪৫ নাগাদ কথা বলেন তাঁরা। ফেরার কথা বললেও ফেরেননি সামসের। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তবে বিএসএফ এ বিষয়ে এখনো কিছু জানায়নি। ফলত কে গুলি চালিয়েছে সে বিষয়ে সরকারি ভাবে কিছুই জানা যায়নি।
আরো পড়ুন : অশান্তি অব্যাহত মুর্শিদাবাদে, পরিস্থিতি ‘ঠাণ্ডা’ করতে এবার বড় পদক্ষেপ রাজ্যের
ওয়াকফ আইনের বিরোধিতায় বিগত কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে। শনিবারই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে। সেখানে মুর্শিদাবাদের (Murshidabad) অশান্তি পূর্ণ এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত, যারা এলাকায় শান্তি ফেরাতে সাহায্য করবে পুলিশকে। সেই মতো শনিবার রাত থেকেই সুতি, ধুলিয়ানের মতো এলাকায় নেমে গিয়েছে আধাসেনা। উত্তেজনা এখনো স্তিমিত না হলেও আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর।