ফের কাঁচি আরেক মেগার উড়ানে, ফেলে যাওয়া স্লট দখল করবে কে?

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক সিরিয়াল (Serial) শেষের খবর চমকে দিচ্ছে দর্শকদের। সব চ্যানেলেই মোটামুটি একই চিত্র। পুরনো ধারাবাহিক বন্ধ হতেই সেই জায়গা দখল করছে কোনো না কোনো নতুন মেগা। নতুন গল্পে মজে গেলেও পুরনো সিরিয়াল (Serial) বন্ধের কষ্টও থেকে যাচ্ছে দর্শকদের মনে। সাম্প্রতিক সময়ে একাধিক চ্যানেলে বেশ কয়েকটি সিরিয়াল বন্ধের মুখ দেখেছে।

ফের শেষ হতে চলেছে সিরিয়াল (Serial)

জি বাংলায় একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে দু দুটি সিরিয়াল (Serial)। নিম ফুলের মধু এবং মালা বদল এই দুটি সিরিয়াল বন্ধ হয়েছে। পাশাপাশি মিঠিঝোরা, আনন্দী এবং অমর সঙ্গীও স্লট বদল হয়ে নতুন স্লটে গিয়েছে। আর এবার স্টার জলসারও একটি ধারাবাহিক (Serial) বন্ধ হতে চলেছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ শুটিং।

Another star jalsha serial going to end

বদলানো হয় স্লট: কথা হচ্ছে স্টার জলসার অন্যতম সিরিয়াল ‘উড়ান’ নিয়ে। এই একটি ধারাবাহিক (Serial) নিয়ে বেশ অনেকদিন ধরেই চলছিল জল্পনা। রাত আটটার স্লটে টিআরপিতে পিছিয়ে থাকার জন্য সিরিয়ালটিকে সরিয়ে আনা হয়েছে ‘পরশুরাম আজকের হিরো’কে। কিছুদিনের জন্য রাত ১১ টায় পাঠানো হয়েছিল উড়ান কে। আরো কিছুটা গল্প বাকি থাকায় সিরিয়ালের (Serial) স্লট বদল হয়েছিল বলে খবর। তবে এবার দাঁড়ি পড়ছে গল্পে।

আরো পড়ুন : অন্যের “পাপের ফল” ভুগতে হল LIC-কে, এক ধাক্কায় গায়েব ৯৬৫ কোটি, প্রভাবিত হবেন গ্রাহকেরা?

কবে শেষ সম্প্রচার: সোশ্যাল মিডিয়ায় শেষ দিনের শুটিংয়ের ছবি শেয়ার করেছেন পূজারি ওরফে অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। মাত্র ১০ মাসে পথচলা শেষ করল মহারাজ পূজারিনীর কাহিনি। মনে করা হচ্ছে, চলতি মাসের শেষেই অন্তিম সম্প্রচার হতে পারে এই ধারাবাহিকের (Serial)।

আরো পড়ুন : সর্ষের মধ্যেই ভূত! ভারতে বসে গগনযান মিশনের গোপন তথ্য ফাঁস পাকিস্তানের কাছে, তারপরে যা হল….

উল্লেখ্য, উড়ানকে সরিয়ে সেই স্লটেই দেওয়া হয়েছে পরশুরামকে। গল্প কিছুটা বাকি থাকায় অন্য সময়ে দেওয়া হয়েছিল। রাত এগারোটায় সাময়িক ভাবে পাঠানো হয় উড়ানকে। তবে এবার শেষ হচ্ছে ধারাবাহিক। তবে এত রাতের স্লটে কোনো নতুন সিরিয়ালকে পাঠানো হবে না বলেই মনে করা হচ্ছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর