STF-এর সফল অভিযানে ধৃত আরও এক জঙ্গি! রয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সাথে যোগ? কী জানাল পুলিশ?

বাংলাহান্ট ডেস্ক : অসম, পশ্চিমবঙ্গ এবং কেরলে অভিযান চালিয়ে মোট ১২ জন জঙ্গিকে ধরেছে অসম পুলিশের টাস্ক ফোর্স। এবার আরো এক জঙ্গি ধরা পড়ল এসটিএফ এর হাতে। সোমবার অসমের কোকরাঝাড় থেকে এসটিএফ এর হাতে ধরা পড়েছে আরো এক জঙ্গি। জানা গিয়েছে, বছর ৩৫ এর ওই ব্যক্তির নাম গাজি রহমান। তবে ধৃত বাকিদের মতো এই জঙ্গির আনসারুল্লা বাংলা টিমের (Bangladesh) সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

অসম পুলিশের জালে আরো এক জঙ্গি (Bangladesh)

আল কায়েদার উপমহাদেশীয় শাখা এবং আনসারুল্লা বাংলা টিমের (Bangladesh) জঙ্গিদের ধরতে ‘অপারেশন প্রঘাত’ শুরু করেছে এসটিএফ। এএনআই সূত্রে খবর, এখনও পর্যন্ত এই অপারেশনে মোট ১২ জন জঙ্গি ধরা পড়েছে। অসম পুলিশ টাস্ক ফোর্সের আইজিপি জানিয়েছেন, স্থানীয় থানার সাহায্য নিয়ে কোকরাঝাড় জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ওই জঙ্গিকে। যদিও ধরা পড়া জঙ্গির সঙ্গে আনসারুল্লা বাংলা টিমের (Bangladesh) কোনো যোগসাজশ আছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত তথ্য প্রকাশ করা হয়নি।

Another terrorist arrested probably linked to Bangladesh terrorist unit

অপারেশন প্রঘাতে গ্রেফতার ১২ জন: উল্লেখ্য, অসম, পশ্চিমবঙ্গ এবং কেরল সহ দেশের তিনটি রাজ্যের মোট ১৪ টি জায়গায় শুরু হয়েছিল অপারেশন প্রঘাত। অসম পুলিশের এসটিএফ এর অভিযানের বিষয়ে জানানো হয়েছিল, গোপন সূত্রে খবর পেয়ে ৪৮ ঘন্টার অভিযান চালানো হয়। তিন রাজ্য থেকে ধরা পড়ে মোট ৮ জন জঙ্গি।

আরো পড়ুন : শ্বশুরের বাহুলগ্না, শাশুড়ির সঙ্গেই “খিটিমিটি”! জয়ার জন্যই অশান্তি অভিষেক-ঐশ্বর্যর সংসারে?

পশ্চিমবঙ্গ থেকেও গ্রেফতার জঙ্গি: এর মধ্যে অসম এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে গ্রেফতার হয় দুই জঙ্গি। গোয়েন্দাদের তরফে জানা গিয়েছে, ওই দুই জঙ্গিই আনসারুল্লা বাংলা টিমের (Bangladesh) সঙ্গে যুক্ত। ওই জঙ্গি গোষ্ঠীর হয়ে পশ্চিমবঙ্গের অপারেট করত তারা। পুলিশ এবং গোয়েন্দাদের আশঙ্কা, সীমান্ত পেরিয়ে বহু অনুপ্রবেশকারী ঢুকছে ভারতে। বড়সড় নাশকতার ছকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরো পড়ুন : বেসরকারি ব্যাঙ্কে চাকরি ছাড়ার ধুম! কর্মী টিকিয়ে রাখতে বিশেষ নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে ধৃত মহম্মদ আব্বাস এবং মিনারুল শেখের বিরুদ্ধে অভিযোগ, মাদ্রাসার আড়ালে নাশকতামূলক কার্যকলাপ চালানোর। তরুণদের মগজধোলাই এবং অর্থ সংগ্রহের দায়িত্বও তাদের উপর ছিল বলে খবর গোয়েন্দা সূত্রে। তবে তাদের পরিবারের তরফে জঙ্গি সংযোগ অস্বীকার করা হয়েছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর