আরেকটি নক্ষত্রের পতন! প্রয়াত হলেন টলিউডের আরও একজন তারকা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আরও এক নক্ষত্রের পতন। সবাইকে বিদায় জানিয়ে চলে গেলেন বাংলা সিনেমা জগতের আরও একজন মানুষ। বাংলা সিনেমার পরিচালক জগন্নাথ গুহ-র মৃত্যুতে শোক প্রকাশ করলেন টলিউডের তারকারা।

টলিউড অভিনেতা শঙ্কর চক্রবর্তী আজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি শোকবার্তা শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ওনার অত্যন্ত প্রিয় পরিচালক জগন্নাথ গুহ সবাইকে বিদায় জানিয়ে চলে গিয়েছেন। ওনার আত্মার শান্তি কামনা নিয়ে প্রার্থনা করেন শঙ্কর বাবু।

একেতেই করোনা, তারপর ২০২০ সাল বলিউড থেকে শুরু করে টলিউডের জন্য বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। একের পর এক নক্ষত্র এই বছর সবাইকে বিদায় জানিয়ে চির নিদ্রায় চলে গিয়েছেন। ইরফান খান, সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, জগদীপ (সুরমা ভোপালি), ওয়াজিদ খান, মনু মুখোপাধ্যায় সমেত অনেক তারকাই এবছর প্রয়াত হয়েছেন।

সিনেমা জগতে একের পর এক মৃত্যুতে শোকাহত হয়ে পড়েন বিভিন্ন স্তরের মানুষ। আর এবার এই তালিকায় নতুন নাম পরিচালক জগন্নাথ গুহ।

সম্পর্কিত খবর

X