ফের ভাঙবে পাকিস্তান! খসে পড়ল শেহবাজের মুখোশ? ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা ইমরান খানের

বাংলা হান্ট ডেস্ক : ১৯৭১ এর পর ফের একবার ভাঙনের গোড়ায় পাকিস্তান (Pakistan)! এর আগে পাকিস্তান থেকে আলাদা হয়ে পৃথক দেশ গঠন করে বাংলাদেশ (Bangladesh)। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে মন্তব্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা ইমরান খান (Imran Khan)। দেশটি এখন খাদের প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বলে দাবি তার।

এইদিন বর্তমান সরকারকে তোপ দেগে ইমরান খান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ আবারও ধ্বংসের দ্বারপ্রান্তে। একাত্তরের ঢাকা সঙ্কট এভাবেই এসেছিল। এই মুহূর্তে দেশ আর্থিকভাবে শক্তিশালী না হলে দেশ যে কোনও মুহুর্তে ধ্বসে পড়বে বলে মত ইমরান খানের‌। প্রাক্তন প্রধানমন্ত্রীর এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, পড়শিদেশটির অর্থনীতি কোন তলানিতে গিয়ে ঠেকেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন আদিয়ালা জেলে বন্দি ইমরান খানের সাক্ষাৎকার নিতে পৌঁছেছিল গণমাধ্যমের সদস্যরা। সেখানেই কথা বলার সময় তিনি বলেন, ‘দেশ আজ গভীর সঙ্কটে রয়েছে। ১৯৭১ সালের ঢাকা ট্র্যাজেডির মতো পরিস্থিতি তৈরি হতে পারে।’ একাত্তরের প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, ‘যখন আপনি জনগণকে অধিকার দেবেন না, তখন অর্থনীতি বাড়ে না। ১৯৭০ সালে সেনাপ্রধান ইয়াহিয়া খান চেয়েছিলেন কেউ যেন ক্ষমতা না পায়। কিন্তু শেখ মুজিবুর রহমানের দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সেনাবাহিনী জালিয়াতি করে উপনির্বাচন করে।’

আরও পড়ুন : ‘সবাই আমার প্রতি হতাশ’, গম্ভীরকে জড়িয়ে ধরার পর অবশেষে মুখ খুললেন কোহলি

ইমরানের মতে, এই উপনির্বাচনে আওয়াম লিগের কাছ থেকে ৮০টি আসন ছিনিয়ে নেওয়া হয়েছিল। ইয়াহিয়া খান নিজেই রাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। ২০২৪-এ এসে সেই একই ছবি দেখতে পাচ্ছেন ইমরান খান। তবে পার্থক্য এটুকুই যে, একাত্তরের এই ঘটনার পেছনে কলকাঠি নেড়েছিল লন্ডন আর ২০২৪ সালে এসে পাকিস্তানের এই দুর্দশা ডেকে এনেছে এই দেশেরই সরকার।

আরও পড়ুন : কোটি কোটি টাকার প্রতারণা! মরশুমের মাঝেই বড় ঝটকা খেলেন হার্দিক, বাড়িতে পৌঁছল পুলিশ

পাকিস্তানের এই সঙ্কটজনক পরিস্থিতিতে সেনাবাহিনীর সাথেও আলোচনা জরুরি বলে জানিয়েছেন তিনি। এছাড়া জল্পনা তো এটাও যে, খুব শীঘ্রই সেনাবাহিনীর সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন ইমরান খান। এবং আগামী মাসে তিনি মুক্তিও পেতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত এক বছর ধরেই আর্থিক সঙ্কটে ধুঁকছে পাকিস্তান। ক্রমাগত জঙ্গি হামলা আর সঠিক পরিকল্পনার অভাবে পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে নানা রকম আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞেরা।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর