‘দলে সন্মান পাইনা” ক্ষোভ জাহির করে তৃণমূল ছাড়লেন আরও এক নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোটের আগে আরও একবার ভাঙন তৃণমূলে। এবার দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার সাধারণ সম্পাদক সমীরচন্দ্র মাহাতো। আচমকাই দল ছাড়ায় নির্বাচনের আগে চরম অস্বস্তিতে শাসক দল। কিছুদিন আগে পুরুলিয়ায় সভা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার সভার পরেও নেতার দল ছাড়া নিয়ে উঠছে প্রশ্ন।

samir mahato

এক সময় কংগ্রেস করতেন সমীরবাবু। কংগ্রেস নেতা নেপাল মাহাতোর অনুগামী ছিলেন তিনি। এরপর ২০১৫ সালের শেষের দিকে তৃণমূলের যুব নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। উনি তৃণমূলে যোগ দেওয়ার দিনই ঝালদা ১ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে এসেছিল। পুরোটাই কৃতিত্ব ছিল ওনার। এরপর ২০১৬ সালে পুরস্কার হিসেবে দলের টিকিট দেয় তৃণমূল।

কিন্তু দলের অন্তর্দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে সমীরবাবু পরাজিত হন। যদিও দল ওনাকে ঝালদা ১ নম্বর ব্লকের চেয়ারম্যান করে। গত বছর জেলা কমিটিতে সাধারক সম্পাদক করা হয়েছিল সমীর চন্দ্র মাহাতো কে। রাজ্যে নির্বাচনের কাজে দায়িত্ব নিয়ে সমীরবাবুকে ‘পয়েন্টস অফ কন্ট্যাক্ট” করেছিল প্রশান্ত কিশোরের iPac সংস্থা। কিন্তু কয়েকদিনের মাথায় ওনাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে দলের প্রতি ক্ষোভ বাড়তে থাকে সমীরবাবুর।

আর সেই ক্ষোভের কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সমীরচন্দ্র মাহাতো বলেন, ‘আমি দলের হয়ে অনেক কাজ করেছি। কিন্তু দল আমাকে সন্মান দেয়নি। আমাকে বারবার অপমান করেছে। তাই আমি দল ছাড়লাম। আমি এখন রাজনীতি থেকে বিরত নিচ্ছি।” আরেকদিকে, পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি গুরুপদ টুডু জানিয়েছেন যে, তিনি সমীরবাবুর তরফ থেকে কোনও ইস্তফাপত্র পাননি।

Baisakhi Dutta

সম্পর্কিত খবর