ভারতীয় নৌসেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হচ্ছে আরও এক ঘাতক যুদ্ধযান, মুহূর্তেই শত্রুদের করবে ধ্বংস

বাংলাহান্ট ডেস্কঃ দেশের জলপথ (Waterways) সুরক্ষা (Protection) যতটা প্রয়োজন, তাঁর থেকেও বেশি প্রয়োজন সমুদ্রকে সুরক্ষিত রাখার জন্য তৎপর নৌসেনাদের (navies) সুরক্ষিত রাখা। আর তাই নৌসেনাদের সুরক্ষিত রাখার জন্য খুব শীঘ্রই এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভারতীয় (India) নৌবাহিনিকে সুরক্ষিত করার জন্য তাই আরও একটি জলপথে যুদ্ধ করার জন্য যুদ্ধ জাহাজ (War ships) কেনা হচ্ছে।

ship

ভারতীয় নৌসেনাদের কাছে বর্তমানে এমন এক জলপথে যুদ্ধযান রয়েছে, তাও তারা আরও একটি কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সমুদ্রপথে শত্রুওর মোকাবলা করতে এই যুদ্ধযান সহায়তা করবে। এর ফলে ভারতীয় নৌসেনার আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং হিন্ধ মহাসাগরে তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারবে। এর পাশাপাশি বন্ধু দেশগুলোকেও সহায়তা করতে পারবে। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নৌসেনা বিশ্বের নৌসেনাদের বিশেষ বিভাগের আয়ত্তায় চলে এসেছে যাদের কাছে এই ক্ষমতা সম্পন্ন যুদ্ধযান রয়েছে।

INS নিস্তার AC  প্রথম যুদ্ধযাবের মধ্যে একটি। এরপর আসবে INS নিরীক্ষক। স্কটল্যান্ডের (Scotland) কোম্পানি GFT কোম্পানিতে তৈরি করা হয়েছে। এটি মুম্বাইয়ে (Mumbai) রাখা হবে। ১৯৮০ এর দশক থেকেই এই ধরনের যুদ্ধযানের প্রয়োজনীয়তা উপলব্ধি করা গিয়েছিল। ১৭০০ কোটি টাকা দিয়ে এই যুদ্ধযান তৈরি করা হয়েছে। আগামী ২৫ বছর স্কটল্যান্ডের কোম্পানি এই যুদ্ধযানের দেখভাল করবে। ৮০ র বেশি নৌসেনা এই যুদ্ধযান চালানোর প্রশিক্ষণ ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। একবারে ১৪ জন মানুষকে উদ্ধার করতে পারবে এই যান। DSRV কে মাদার শিপের উপর স্থায়ীভাবে রাখা হবে, যাতে করে আপাতকালীন পরিস্থিতিতে তা কাজে লাগানো যায়।

ship 222

ভারতীয় নৌসেনার এই ক্ষমতা বিশ্বের নৌসেনার ক্ষমতাকে বৃদ্ধি করতে সক্ষম হবে। দেশের সামুদ্রিক সীমার সুরক্ষা এখন এর উপর নির্ভর করছে। সমুদ্রে হওয়া দুর্ঘটনা থেকেও রক্ষা করবে।

Smita Hari

সম্পর্কিত খবর