বুলেটের গতিতে বল আঘাত করলো হেলমেটে, অল্পের জন্য রক্ষা পেলেন ভারতীয় ওপেনার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মঙ্গলবার ভাইজাগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ভারত। এর ফলে সিরিজে প্রত্যাবর্তন হয়ে গিয়েছে রিশভ পন্তদের। এখন এই মুহূর্তে সিরিজের ২-১ ফলে পিছিয়ে আছে ভারত কিন্তু হাতে রয়েছে দুটি ম্যাচ। সিরিজ জিততে গেলে ওই দুটি ম্যাচই টানা জয় পেতে হবে ভারতকে। এই দুটি ম্যাচের আগে ভারতের জন্য সুখবর যে ফর্মে ফিরেছে তাদের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং ঈশান কিশান। কালকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঋতুরাজ।

ঘটনাটি ঘটেছিল ভারতের প্রথম ইনিংসে ব্যাটিং চলাকালীন পঞ্চম ওভারে। দক্ষিণ আফ্রিকার তারকা ফাস্ট বোলার অনরিখ নোকিয়ার ওভারে টানা পাঁচ টি বলে ৫টি চার মারেন ঋতুরাজ গায়কোয়াড়। কিন্তু এই সময় ওভারের তৃতীয় বলে একটি মারাত্মক বাউন্সার আঘাত করে ঋতুরাজের হেলমেটে। হেলমেট লেগে তারপর ব্যাটের আউটসাইড এজ ছুঁয়ে বলটি বাউন্ডারিতে পৌঁছেছিল।

ঋতুরাজ গায়কোয়াড়ের কপাল ভালো ছিল যে বলটি তাকে জখম করেনি। কারণ বলের গতিবেগ এতটাই বেশি ছিলো যে কোন দুর্ঘটনা ঘটে যাওয়া স্বাভাবিক ছিল না। এই মারাত্মক বলটি ফের করার পরেও ছন্দ হারাননি ঋতুরাজ। তিনি শেষ পর্যন্ত ৩৫ ফলে ৫৭ রান করে আউট হয়েছেন যে সময়ে তিনি ৭টি চার এবং ২টি ছক্কা মেরেছিলেন। তার এবং ঈশান কিশান এর ইনিংসের ওপর ভর করেই ভারত কুড়ি ওভারে ১৭৯ রান তুলেছিল স্কোর বোর্ডে।

কাল দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডারকে খুব ভালোভাবে সামলে ছিল ভারতীয় বোলাররা। হেনরিখ ক্লাসেন সর্বোচ্চ ২৯ রান করেন। দুরন্ত বোলিং করেন যজুবেন্দ্র চাহাল এবং হর্ষল প্যাটেল। প্যাটেল চারটি এবং চাহাল তিনটি উইকেট নেন। ১৯.১ ওভারে ১৩১ রান তুলে অল-আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর