ইউকুলেলে বাজিয়ে লোকগীতি গাইতেন, ‘নন্দী সিস্টারস’ এর অন্তরা ‘পন্নিয়িন সেলভন’এ গাইলেন তামিল গান!

বাংলাহান্ট ডেস্ক: বাংলা ছবি থেকে বাঙালি, গোটা দেশেই তাদের জয়জয়কার। বাঙালি নিজেদের ছবিতে তো বটেই, অন‍্য ভাষার ছবিতেও নিজের প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে। বিশেষ করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বাঙালির উপস্থিতি চোখে পড়ার মতোই। ৩০ সেপ্টেম্বর মুক্তিপ্রাপ্ত বহুল চর্চিত তামিল ছবি ‘পন্নিয়িন সেলভন’এ (Ponniyin Selvan) গান গাইলেন বাংলার মেয়ে অন্তরা নন্দী (Antara Nandi)।

‘সারেগামাপা লিল চ‍্যাম্পস’ থেকে পরিচিতি অন্তরার। তবে তার থেকেও বেশি জনপ্রিয়তা তাঁর বেড়েছে ইউটিউব চ‍্যানেলের দৌলতে। বোন অঙ্কিতা নন্দীর সঙ্গে মিলে ‘নন্দী সিস্টারস’ নামে একটি ইউটিউব চ‍্যানেল চালান তিনি। ইউকুলেলে বাজিয়ে দুই বোনের গান গাওয়ার ভিডিও অত‍্যন্ত জনপ্রিয় নেটমাধ‍্যমে।

Antara nandi
তিনিই এবার প্রথম প্লেব‍্যাক করলেন সিনেমায়। তাও আবার তামিল ছবিতে! অন্তরার কাছে এ যেন স্বপ্নপূরণ। শুধু হিন্দি নয়, তামিল, তেলুগু, কন্নড় ভাষারও টিকিট কেটে ফেলেছেন তিনি। বাবা মা বোন সকলকে নিয়ে দেখবেন বলে ঠিক করে রেখেছেন।

মাত্র ২৩ এর অন্তরা এত কম বয়সেই এই পরিমাণ সাফল‍্য! ব‍্যালকনি কনসার্ট থেকে শুরু করে এতদূরের সফরটা খুব একটা সহজ ছিল না। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অন্তরা জানান, দেশেরই বিভিন্ন প্রান্তের লোকগীতি গাইতেন তিনি এবং অঙ্কিতা। সবটাই ইউকুলেলে বাজিয়ে।

ওস্তাদ রশিদ খাঁ এর কাছে সঙ্গীতশিক্ষা হয়েছে অন্তরার। কিন্তু কখনো সিনেমায় গান গাইতে পারবেন তা ভাবেননি। ভিন্ন ভিন্ন ভাষার গান রেকর্ড করেন তিনি। তার মধ‍্যে থেকে ‘আলাইকাদে’ নামে একটি তামিল গান পছন্দ হয়ে যায় পরিচালক মণি রত্নমের‌। পন্নিয়িন সেলভনের জন‍্য গানটা নির্বাচিত হয়েছে, এ খবর জানিয়ে যেদিন ফোন এসেছিল, বিশ্বাসই করতে পারেননি অন্তরা।

https://www.instagram.com/reel/CiNNtv5KhCZ/?igshid=YmMyMTA2M2Y=

প্রথমে নাকি কাউকে জানানইনি তিনি। গানটা ছবিতে বেরোনোর পরেই নিশ্চিত হয়েছিলেন অন্তরা। তাঁর এই সাফল‍্যে অনেকটা কৃতিত্ব বাবা মায়ের। দুজনেই ইঞ্জিনিয়ার। তবুও মেয়ের প‍্যাশনকে বরাবর মান‍্যতা দিয়ে এসেছেন তাঁরা। অন্তরা জানান, ব‍্যালকনি কনসার্টের সময়ে সৃজনশীল দিকটা দেখতেন তাঁদের মা আর টেকনিকাল দিকটা বাবা।

অন্তরা জানান, আগে কেউ মেয়ের পেশার ব‍্যাপারে জিজ্ঞাসা করলে মা উত্তর দিতেন, মেয়ে গায়িকা। সঙ্গে সঙ্গে প্রশ্ন আসত, কোন সিনেমায় গান গেয়েছে? গায়িকা পেশার যেন এই একটাই প্রমাণ। এখন তাদের যোগ‍্য জবাব দিতে পারবেন বলে মন্তব‍্য করেন  অন্তরা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর