তাজমহলে ভারত বিরোধী ও ‘পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান! অভিযুক্তদের বেধড়ক মারধর

বাংলা হান্ট ডেস্কঃ প্রেমের প্রতীক তাজমহলে ‘পাকিস্তান জিন্দাবাদ’ ও ভারত বিরোধী স্লোগান তোলার ঘটনা সামনে এসেছে। শোনা যাচ্ছে, স্লোগানরতদের ধরে ব্যাপক মারধর করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ছিল শাহজাহানের উরস (দরগায় অনুষ্ঠিত হওয়া ‘সুফি সাধকদের’ মৃত্যুবার্ষিকী) এই উপলক্ষে তাজমহলে সবাইকে বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। উরসের শেষ দিনের তৃতীয়ার্ধে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

নিরাপত্তা কর্মীরা অবিলম্বে ভারত বিরোধী স্লোগানকারীদের মারধর করে। মঙ্গলবার বহু পর্যটকই তাজমহলে পৌঁছেছিলেন। ভিড়ের কারণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে পা রাখার জায়গা পর্যন্ত ছিল না। এত ভিড়ে নিরাপত্তাকর্মীদের পক্ষে ঠিকঠাক নজরদারিও সম্ভব ছিল না। নিরাপত্তা কর্মীরাও এই কাজে সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবকদের নিযুক্ত করেছিল, কিন্তু এত ভিড়ের মধ্যে সবাই অসহায় হয়ে পড়েছিল। এসময় দুই যুবক দেশবিরোধী স্লোগান দিতে থাকে।

সেন্ট্রাল ট্যাঙ্কের কাছে এক যুবক ‘ভারত মুর্দাবাদ’ স্লোগান দেয়। সে ফিরোজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। CISF-র কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তারা তাকে ধরে ফেলে ও মারধর করে। এরপরই আরেক যুবক ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেয়। জওয়ানরা তাকেও বেধড়ক মারধর করে। পরিস্থিতি এমন ছিল যে যদি সিআইএসএফ তাকে মারধর না করত, তবে সেখানে উপস্থিত লোকেরা তাকে প্রচণ্ড মারধর করত এবং যে কোনও কিছু ঘটতে পারত। বর্তমানে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একজন পলাতক রয়েছে বলে জানা গিয়েছে।

 

Koushik Dutta

সম্পর্কিত খবর