বাংলাহান্ট ডেস্ক : দেশের জলপথ নজরদারিতে বড় সাফল্য ভারতীয় নৌসেনার (Indian Navy)। ভারত মহাসাগর থেকে প্রায় ২৫০০ কেজি মাদক পাচার রুখে দিল নৌবাহিনী। গত ৩১ মার্চ নৌবাহিনীর একটি আকাশযান থেকে বিশেষ বার্তা পাঠানো হয় আইএনএস তার্কাশকে। ভারত মহাসাগর সংলগ্ন এলাকায় আকাশ পথে নজরদারি চালানোর সময়ে নৌবাহিনী নজরে আসে একটি সন্দেহভাজন নৌযান।
ভারতীয় নৌসেনার (Indian Navy) বড় সাফল্য
সতর্কবার্তা পাওয়ার পরই দ্রুততার সাথে সন্দেজনক নৌযানটিকে অনুসরণ করতে শুরু করে আইএনএস তার্কাশ (INS Tarkash)। এরপর ওই সন্দেহজনক নৌযানটিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫০০ কেজির মাদক। জানা গিয়েছে, ২৩৮৬ কিজে হাশিশ এবং ১২১ কেজি হেরোইন উদ্ধার করেছে নৌসেনা। বিপুল পরিমাণ মাদক উদ্ধারের পর ওই নৌযানে থাকা পাচারকারীদের গ্রেফতার করে নৌবাহিনী।
আরও পড়ুন : অর্থনীতিতে স্নাতকোত্তর, তাক লাগানো কর্মজীবন! চমকে দেবে RBI-এর নয়া ডেপুটি গভর্নর পুনম গুপ্তার পরিচয়
এরপরেই জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।পাচারকারীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানার চেষ্টা করেন নৌ বাহিনীর (Indian Navy) কর্তারা। পি৮আই বিমান এবং মুম্বইয়ের মেরিটাইম অপারেশন সেন্টারের সমন্বয়ে এই অভিযানটি চালানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় তালওয়ার-শ্রেণীর ফ্রিগেট এই আইএনএস তার্কাশ।
#IndianNavy‘s Mission Deployed warship #INSTarkash successfully interdicted and seized over 2,500 kgs of narcotics in the the Western Indian Ocean.
Part of @IN_WesternFleet, INS Tarkash is deployed for Maritime Security Operations in the Western Indian Ocean and is undertaking… pic.twitter.com/Wg1MlkgiO3
— SpokespersonNavy (@indiannavy) April 2, 2025
রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্তার শিপইয়ার্ডে নির্মিত আইএনএস তার্কাশ ২০১২ সাল নাগাদ কাজ শুরু করে ভারতীয় নৌবাহিনীর হয়ে। আইএনএস তার্কাশের গতি ঘণ্টায় ৫৬ কিমি। ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের সরিয়ে আনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইএনএস তার্কাশ।
ভারতীয় জাহাজ এবং বিমানগুলিকে সুরক্ষা এবং সহায়তা প্রদানের জন্য অপারেশন রাহাতের অংশ হিসেবে তর্কশকে মোতায়েন করা হয় আইএনএস মুম্বাই এবং আইএনএস সুমিত্রার সাথে। এরপর অপহৃত বাংলাদেশি বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহকে আটক করে জাহাজের ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতীয় নৌবাহিনীর আইএনএস তার্কাশ।