বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভ্যাকসিনের (covid vaccine) ন্যায় চাতকের মত অপেক্ষারত বিশ্ববাসী যখন আশার আলো দেখতে পেল, তখন ঘনিয়ে এল আরও এক অন্ধকারের পূর্বাভাস। অতিরিক্ত মাত্রায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক থেকেই মানবশরীরে জন্ম নিচ্ছে এক ভয়াবহ যৌনরোগ গনোরিয়া (Gonorrhoea)। যার কারণে আবারও সেই আতঙ্কের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
মহামারি করোনা ভাইরাস
২০২০ সালের একেবারে অন্তিম লগ্নে এসে আমরা দাঁড়িয়েছি। এবছরের শুরুটা অন্যান্য বছরের থেকে বেশ অন্যরকম ছিল। বছরের শুরুতেই NRC, CAA নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। কিন্তু সেই সমস্যা মেটার আগেই এক ভয়ঙ্কর সমস্যা দেখা দেয় সমগ্র বিশ্ব জুড়ে। চীনের হুবেই প্রদেশের উহান শহরের সি ফুড মার্কেট থেকে ছড়ায় এমন এক স্পর্শবাহী রোগ, যার কবলে পড়ে গোটা বিশ্ব। প্রাণঘাতী করোনা ভাইরাসের কবলে পড়ে মৃত্যুপুরীতে পরিণত হয়, বিশ্বের তাবড় তাবড় সব দেশ। গোটা বিশ্ববাসী ঠিক যেন বৃষ্টি অপেক্ষারত চাতকের মত করোনা ভ্যাকসিন আবিস্কারের আশায় অপেক্ষা করছিল।
দেখে দিচ্ছে ভয়ঙ্কর যৌনরোগ সুপার- গনোরিয়া
অবশেষে চলতি বছরের শেষের দিকে সর্বপ্রথম রাশিয়া স্পুটনিকV নামে প্রথম করোনা ভ্যাকসিন আবিস্কার করে। এরপর ধীরে বিশ্বের বিভিন্ন দেশ- আমেরিকা, ব্রিটেন এমনকি ভারতেও এই টিকা আবিস্কারের পর স্বেচ্ছাসেবীদের মধ্যে ট্রায়াল চলছে। বর্ষশেষে কিছুটা হলে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল বিশ্ববাসী। কিন্তু এই এক চিলতে আলোর মাঝে ঘনিয়ে এল আরও বড় অন্ধকারের ছায়া। করোনা রুখতে অতিরক্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগে জন্ম নিচ্ছে আরও এক ভয়ঙ্কর যৌনরোগ, সুপার- গনোরিয়া।
WHO জানিয়েছে
এবিষয়ে WHO বিশেষজ্ঞ জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের প্রথম থেকেই অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে গিয়েছিল। তাদের ধারণা, শরীরের মধ্যে থাকা দুর্বল এবং ভালো ব্যাকটেরিয়াগুলিকে নিঃশেষ করে এই অ্যাজিথ্রোমাইসিন, শক্তিশালী অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুগুলিকে অক্সিজেন দিয়েছে। সেই কারণেই বর্তমানে সুপার- গনোরিয়া রোগের প্রধান্য বৃদ্ধি পাচ্ছে।