OMG! ‘অ‍্যান্টিলিয়া’র ২৭ তলায় থাকেন আকাশ, শ্লোকা! মুকেশ-নীতার জন্য তাহলে কোন ফ্লোর?

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে বিশ্বের দ্বিতীয় তথা ভারতের সবথেকে মহার্ঘ্য বাড়ি মুকেশ আম্বানির ২৭ তলার ‘অ‍্যান্টিলিয়া’ (Antilia)। লন্ডনের বাকিংহাম প্যালেসের পরই উঠে আসে আম্বানির বাড়ির নাম। মুকেশ আম্বানির বাড়ি নিয়ে কৌতূহলের শেষ নেই আমজনতার। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তির বাড়ি যে রাজকীয় হবে সেই বিষয়টি খুবই সাধারণ।

অ্যান্টিলিয়ার (Antilia) কোন তলায় কে থাকে?

তবে এই বাড়ির প্রাচুর্যতা বিস্ময় করে অনেককেই। ৬০০ জন কর্মী এই বাড়ির দেখাশোনা করেন। আম্বানি পরিবারের এই বাড়িতে রয়েছে রেস্তরাঁ, জিম, শপিং মল, সুইমিং পুল, খেলার মাঠ সবই। তবে এই বাড়ির কোথায় কোন সদস্য থাকেন সেই বিষয়টি কিন্তু খুব একটা আলোচিত নয়। আম্বানি পরিবারের বড় ছেলে আকাশ-শ্লোকা সন্তানদের নিয়ে এই বাড়ির টপ ফ্লোর অর্থাৎ ২৭ তলায় থাকেন।

আরোও পড়ুন : বিরাট সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ভারত ‘রত্ন’ রতন টাটার নামে হবে বিশ্ববিদ্যালয়ের নামকরণ! এর পিছনে রয়েছে বিশেষ কারণ

মুকেশের ছোট ছেলে আকাশ ও তার স্ত্রী রাধিকা এই ফ্লোরেই থাকেন। এমনকি মুকেশ-নীতা নিজেও থাকেন ২৭ তলায়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আম্বানি পরিবারের প্রত্যেক সদস্য কেন থাকার জন্য অ্যান্টিলিয়ার (Antilia) এই ফ্লোরটাই বেছে নিলেন? আসলে নীতা আম্বানি চাইতেন যে পরিবারের সকল সদস্য একই জায়গায় থাকবে। টপ ফ্লোরে সবথেকে ভালো ভাবে আলো ও বাতাস  খেলা করতে পারে।

Antilia

এমনকি এই তলা থেকে দেখা যায় গোটা মুম্বাই শহর। সোজা কথা প্রকৃতির কাছাকাছি থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন নীতা আম্বানি। প্রসঙ্গত বলে রাখা ভালো, অ্যান্টিলিয়ার (Antilia) সব থেকে বিলাসবহুল অংশ হচ্ছে এই ২৭ তলা। মুকেশ আম্বানি ১৫ হাজার কোটি টাকা খরচ করে বানিয়েছেন স্বপ্নের এই বাড়ি। তিনি সব থেকে বেশি অর্থ খরচ করেছেন এই ২৭ তলা তৈরি করতে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর