বাংলাহান্ট ডেস্ক : পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময় উদ্ধার হল একটি সিন্দুক। পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) ক্ষীরপাইয়ের এই ঘটনায় রীতিমতো এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুরনো বাড়ি খুঁড়তে গিয়ে বা দেওয়াল ভেঙে আমরা গুপ্তধন পাওয়ার গল্প ছোটবেলায় অনেক শুনেছি।
ছোটবেলায় সেই গুপ্তধনের গল্প শুনতে শুনতে আমরা ভাবতাম যদি সত্যি এরকম কোনও লুকানো গুপ্তধন পেতাম তাহলে কতই না ভালো হত। এবার অনেকটা সেই রকম ঘটনাই ঘটল ক্ষীরপাইয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙার কাজ চলছিল। একটি রহস্যজনক সিন্দুক উদ্ধার হয় ওই বাড়ি থেকে।
এরপরই সেই খবর ছড়িয়ে পড়ে এলাকার সর্বত্র। সিন্দুকের মধ্যে কী রয়েছে তা দেখার জন্য ভিড় জমাতে থাকেন মানুষ। এরপর সিন্দুক উদ্ধারের খবর যায় পুলিশের কাছে। জানা গিয়েছে, এই বাড়িটির মালিক বিকাশ রায় নামের একজন। বিকাশ বাবুর শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই সময় হঠাৎই এই সিন্দুকের খোঁজ পাওয়া যায়।
আরোও পড়ুন : হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলব্রিজ! মুহূর্তেই মৃত্যু ১৭ জনের! আরও প্রাণহানির আশঙ্কা
এই ধরনের পুরনো বাড়ি থেকে সিন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সিন্দুকের ভিতরে গুপ্তধন আছে সেই আশা নিয়ে বহু মানুষ বাড়িটির সামনে এসে ভিড় জমান। এরপর পুলিশের কাছে খবর গেলে ঘটনাস্থলে উপস্থিত হন তারা। পুলিশের তত্ত্বাবধানে খোলা হয় সিন্দুকটি। কিন্তু দেখা যায় কিছু পুরনো ছেঁড়া কাগজ ছাড়া ওই সিন্দুকের ভিতরে কিছু নেই।
যদিও পুলিশ ওই সিন্দুকটি উদ্ধার করে নিয়ে গেছে। বিকাশ বাবুর পুরনো বাড়িতে এই ধরনের আরো কোনও সিন্দুক বা ওই ধরনের জিনিস থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এলাকার বহু মানুষ গুপ্তধনের আশায় এসেছিলেন ওই সিন্দুকটি দেখতে। কিন্তু সিন্দুকের মধ্যে থেকে বিশেষ কিছু উদ্ধার না হওয়ায় নিরাশ হন তারা। যদিও এই বিষয়ে বাড়ির মালিক বিশেষ কিছু বলতে চাননি।