বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রদেশে চলছিল একটি পুরনো জরাজীর্ণ বাড়ির পুননির্মাণের কাজ। সেই কাজ করতে গিয়ে চক্ষু চড়কগাছ শ্রমিকদের। বাড়ির মাটিতে খনন কার্য চালানোর সময়ে তারা উদ্ধার করলেন কোটি টাকার সোনা! তারপর…
শুনতে অবিশ্বাস্য লাগলেও সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে এসেছে মধ্যপ্রদেশের ধর জেলা থেকে। সূত্রের খবর, মধ্যপ্রদেশের ধর জেলায় একটি পুরনো বাড়ি মেরামতির কাজে গিয়েছিল কিছু শ্রমিক।সেখানে খনন কার্য চালানোর সময় তারা লক্ষ্য করে মাটির নিচে পোঁতা আছে বেশ কিছু সোনার সামগ্রী।
প্রত্নতাত্ত্বিক বিচারে সেই সোনার বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা। এছাড়াও ওই জায়গা থেকে শ্রমিকেরা উদ্ধার করেন পুরনো সোনার গয়না ও বিপুল পরিমাণ সোনা ভর্তি একটি ধাতব কলসী।
স্থানীয় থানার পুলিশ সুপার দেবেন্দ্র পতিদার জানিয়েছেন, পুরনো জরাজীর্ণ বাড়িটির সারাইয়ের কাজে গিয়ে এই বিপুল পরিমাণ সোনা দেখতে পান শ্রমিকেরা। কিন্তু এই সোনার কথা বাড়ির মালিককে না জানিয়ে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন সেই সোনা গুলি। ঘটনার বেশ কিছুদিন পর মদ্যপ অবস্থায় তাদের মধ্যে থেকে এক শ্রমিক স্বীকার করেন যে ঘটে যাওয়া এই ঘটনাটি সত্যি।
পাশাপাশি ওই শ্রমিক আরো জানান তিনি তার ভাগের একটি সোনার কয়েন বিক্রি করে ৫৬ হাজার টাকা পেয়েছেন। সেই টাকা থেকে তিনি একটি পুরনো মোবাইল ফোনও কিনেছেন। সেই শ্রমিক বিন্দুমাত্র আঁচ করেননি যে তাদের ঘটিয়ে ফেলা এই ঘটনা পুলিশের কাছে প্রকাশিত হয়ে যাবে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ওই শ্রমিকসহ বাকি শ্রমিকদের গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্নতত্ত্ববিদদের সাহায্যে ওই বাড়ির আশেপাশের জমিও খুঁড়ে দেখা হচ্ছে।