বাংলাহান্ট ডেস্ক : একদল পিঁপড়ে বয়ে নিয়ে যাচ্ছে একটা সোনার হার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে । কিন্তু, এখন প্রশ্নটা হল পিঁপড়েদের কী আদৌও এতটা শক্তি রয়েছে যে একটা সোনার হারকে তারা টেনে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যেতে পারবে? যদিও বিজ্ঞান বলছে একটি পিঁপড়ে তার নিজের ওজনের থেকে প্রায় কুড়ি গুণ ভারী জিনিসপত্র বহন করতে পারে। আর এবার সেই সত্যতাকে মান্যতা দিয়ে সোনা পাচার করল পিঁপড়ের দল। টুইটারে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন বন আধিকারিক সুশান্ত নন্দ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একদল কালো পিঁপড়ে একটি বড় সোনার হার সরিয়ে নিয়ে যাচ্ছে। বন আধিকারিক মজার ছলে সেই ভিডিও শেয়ার করে লিখেছেন,”একদল ক্ষুদে পাচারকারী”। যদিও এটি অনেক পুরনো ভিডিও। এই ভিডিওর ভিউয়ার সংখ্যা দেড় লক্ষ পার করে গিয়েছে।
এই ভিডিওটি (Viral Video) দেখে নানারকম মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ মজার ছলে লিখেছেন, একটুখানি চিনি দিয়ে দিলেই তো হতো, পিঁপড়ে তাহলে সে চিনি খেতে গিয়ে সোনার হার ফিরিয়ে দিত। একজন লিখেছেন, একেই বলে টিম স্পিরিট। একজন টুইটার গ্রাহক একধাপ এগিয়ে মন্তব্য করেছেন, আগে দেখতে হবে পিঁপড়ে গুলি ছেলে না মেয়ে। যদি মেয়ে হয় তাহলে এই হারটি তাদের নিয়ে যাওয়ার অধিকার রয়েছে।
Tiny gold smugglers 😀😀
The question is,under which section of IPC they can be booked? pic.twitter.com/IAtUYSnWpv— Susanta Nanda IFS (@susantananda3) June 28, 2022
পিঁপড়ের দলের এইরকম কার্যকারখানা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেট দুনিয়ার সদস্যরা। ভিডিওটি বেশ কিছুকাল পুরনো হলেও বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে এখনো সবার মুখে হাসি ফোটাচ্ছে। ভিডিওটি শেয়ার করার সাথে সাথে বন আধিকারিক সুশান্ত ভিউয়ারদের উদ্দেশ্যে লিখেছেন, এবার তাহলে আপনারাই বলুন, এই পিঁপড়ের দলকে কোন ধারায় অভিযুক্ত করে শাস্তি দেওয়া যায়।