বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনী প্রচারের জনসভায় দাঁড়িয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (baishakhi banerjee) অশালীন ভাষায় আক্রমণ করলেন অনুব্রত মন্ডল (anubrata mondal)। নির্বাচনের পূর্বে আবারও ঘুরে ফিরে সংবাদ শিরোনামে অনুব্রত মন্ডল। তবে এবার তাঁর কোন কর্মকান্ড নয়, তাঁর মুখের বাণীর কারণেই সংবাদ শিরোনামে উঠলেন অনুব্রত মন্ডল। হলেন সমালোচিতও।
নির্বাচনে বাংলার মসনদকে টার্গেট করে চলছে সভা সমাবেশের লড়াই। একদল অন্যদলকে ছোট করতে তাদের খুঁত খুঁজে খুঁজে বের করছে। সেইসঙ্গে চলছে বিরোধী দলের প্রতিনিধিকে অকথ্য ভাষায় আক্রমণ। এতদিন ধরে রাজনীতিতে সেভাবে অশালীন ভাষা না ব্যবহার হলেও, বর্তমান দিনে ভোট দখলের লড়াইয়ে নতুন সংযোজিত হয়েছে অশালীন ভাষা। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব তাঁর বিরোধী দলের কোন ব্যক্তিত্বকে যা নয় তাই বলে আক্রমণ করছেন।
নির্বাচনের আগে নিজের লোকসভা কেন্দ্রে দলীয় ভাবাবেগকে চাঙ্গা করতে সোমবার পূর্ব বর্ধমানের আউশ গ্রামে সভা করেন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সেখানে দাঁড়িয়ে বিরোধী দলকে লাগামহীন ভাষায় আক্রমণ করলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতৃত্ব শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।
বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করে অনুব্রত মন্ডল বলেন, ‘দিনে এক লোক, রাতে অন্য লোক। বার বার লোক চেঞ্জ করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়’। অনুব্রত মন্ডলের এই মন্তব্যের পরই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।