বাংলাহান্ট ডেস্ক : গোরুপাচার মামলা এবং ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। দুই মামলাতেই জড়িয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের নাম। একাধিক বার সিবিআই তলব করা সত্ত্বেও এতদিন প্রতিবারই তলব এড়িয়ে গেছেন তিনি। এবার এই দুই মামলায় সিবিআইকেই শর্ত দিলেন বীরভূমের তৃণমূল সভাপতি।
গোরুপাচার এবং ভোট পরবর্তী সন্ত্রাস এই দুই মামলার তদন্ততেই অনুব্রতকে তলব করেছে সিবিআই। কিন্তু একাধিক অজুহাতে লাগাতার দুই মামলার তলবই এড়িয়ে চলেছেন তিনি। শনিবার গোরুপাচার মামলায় ষষ্ঠবারের জন্য তলব এড়িয়ে যান অনুব্রত। রবিবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তলবেও সিজিও কমপ্লেক্সে যাননি দুঁদে তৃণমূল নেতা।
সোমবার অনুব্রতর চিনার পার্কের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ। সেখান থেকে বেরিয়ে আইনজীবী জানান, শনিবারের চেয়েও অনেক বেশি অসুস্থ অনুব্রত। সেই কারণেই আবার চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সঞ্জীব বাবু বলেন, ‘সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি। ওঁর বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে। সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব।’
কিন্তু এবার এই দুই মামলার তলব নিয়ে উলটে কেন্দ্রীয় তদন্তকারী দলকেই শর্ত দিলেন অনুব্রত। অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে এদিন তিনি চিঠি লিখে জানালেন, ‘২১ মে এর পর আমি কলকাতায় থাকব। সেসময় কথা বলে জেরার জায়গা ঠিক করা যেতে পারে।’ চুড়ান্ত রাজনৈতিক চাপানউতোরের মধ্যে যে এই শর্ত কার্যতই তাৎপর্যপূর্ণ তেমনটাই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ।