বাংলাহান্ট ডেস্ক : অবশেষে ছেদ পড়তে চলেছে লুকোচুরি খেলায়। এসএসসি কেলেঙ্কারি নিয়ে প্রবল জলঘোলার মধ্যেই হঠাৎই নিজাম প্যালেসে হাজিরা দিতে রাজি অনুব্রত মণ্ডল। ইতিমধ্যে এই কথা চিঠি লিখে কেন্দ্রীয় গোয়েন্দাদের জানিয়েওছেন তিনি। আজই সকাল ১০ টায় সিবিআই দপ্তরে তলব করা হয়েছে তাঁকে। দীর্ঘ দিন যাবৎ ভোট পরবর্তী হিংসা মামলা এবং গরু পাচার মামলায় বীরভূমের দাপুটে এই তৃণমূল নেতাকে তলব করে চলেছে সিবিআই। কিন্তু কখনও অসুস্থতা তো কখনও দূরত্ব এহেন একাধিক অজুহাত দেখিয়ে এতদিন সেই হাজিরার নির্দেশ এড়িয়ে এসেছেন তিনি। এরই মধ্যে হঠাৎ করেন সিদ্ধান্ত বদল তৃণমূল নেতার।
অনুব্রত মণ্ডলের সিবিআই দপ্তরে হাজিরা দেওয়া নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। এর আগে ৬ এপ্রিল গরু পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। সেই মত ৫ তারিখ বীরভূম থেকে কলকাতাতেও আসেন তিনি। এরপর ৬ তারিখ নাটকীয় মোড় নেয় ঘটনা। চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে নিজাম প্যালেস যাওয়ার পথে হঠাৎই বদলে যায় তাঁর গাড়ির অভিমুখ। নিজাম প্যালেসের বদলে সেই গাড়ি ঢোকে অদূরেই এসএসকেএম হাসপাতালে। শারীরিক অসুস্থতা দেখিয়ে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকেন তিনি।
এপ্রিলের শেষের দিকে অবশ্য চিঠি দিয়ে তিনি সিবিআইকে জানিয়েছিলেন যে হাজিরা দিতে রাজি তিনি তবে ২৫ এপ্রিলের সেই চিঠিতে অনুব্রত শর্ত দেন যে ২১ মের আগে নয়, বরং তার পরই নিজাম প্যালেসে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত তিনি। একই সঙ্গে নিজের দরকারি নথিপত্রের ফটোকপিও জমা দেন এই।চিঠির সঙ্গে।
কিন্তু এরই মধ্যে মত৷ বদল করলেন দাপুটে তৃণমূল নেতা। তাঁর নিজের নির্দিষ্ট করে দেওয়া তারিখের দুদিন আগেই সিবিআই দপ্তরে হাজিরা দিতে রাজি হলেন তিনি। বুধবারই তিনি জানিয়েছেন যে, এখনও শারীরিকভাবে অসুস্থ হওয়া সত্ত্বেও গরু পাচার মামলায় সিবিআইকে সাহায্য করতে চান তিনি। বলাই বাহুল্য, সিবিআই প্রায় ৩ মাসের লাগাতার চেষ্টার পর জেরার জন্য এই প্রথম হাতে পাচ্ছে অনুব্রত মণ্ডলকে। ঠিক কী কী নিয়ে এদিন জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে, সেটাই এখন দেখার।