ভবিষ্যৎ আন্দাজ করতে পেরেছিলেন অনুব্রত? ঘরে বসেই কান্নাকাটি করেন বীরভূমের বাদশা

বাংলাহান্ট ডেস্ক : তিনি দাপুটে তৃণমূল নেতা। বীরভূম জেলায় তার রাজত্ব একচ্ছত্র। তার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সেই অনুব্রত কি বুঝতে পারছিলেন তার ভবিষ্যতের কালো দিন আসন্ন? অন্তত বিগত দু-তিন দিনে তার চালচলন দেখে এমনটাই ধারণা অনেকের।

বৃহস্পতিবার সকালে গরু পাচার মামলায় জেরা করতে সটান তার বাড়িতে পৌঁছে যায় সিবিআই দল।। এরপর বাড়ির দরজা-জানলা বন্ধ করে কেন্দ্রীয় নিরাপত্তা বলয় অনুব্রতকে জেরা করেন সিবিআই অফিসারেরা। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় গাড়িতে তুলে তাকে গ্রেফতার করে নিয়ে যায় সিবিআই। কিন্তু আজ যে অনুব্রতকে সাধারণ মানুষ দেখলেন তার সাথে অতীতের অনুব্রত তফাৎ আকাশ পাতাল। যে অনুব্রত মণ্ডলের হুংকার একসময় রাজ্য রাজনীতি কাঁপিয়ে দিয়েছে সেই অনুব্রত আজ অনেকটাই শান্ত, ম্রিয়মাণ।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গত মঙ্গলবার থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ঘরে বসে কান্নাকাটিও নাকি করতে দেখা গেছে একসময়ের বীরভূমের “হিরো”কে! ঠিক তার আগের দিন কলকাতায় এসএসকেএম এ ডাক্তার দেখাতে এসেছিলেন অনুব্রত মণ্ডল। হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন। কিন্তু গুরুতর অসুস্থতা কিছু না থাকায় চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেন। তখন থেকেই নাকি অনুব্রতর মনে আশঙ্কার মেঘ দানা বাঁধতে শুরু করে। গরু পাচার মামলায় মোট দশবার সিবিআই ডেকে পাঠিয়েছিল অনুব্রত মণ্ডলকে। প্রতিবার শারীরিক অসুস্থতার কারণ দেখে হাজিরা এড়িয়েছেন তিনি। এইবারও তাই নিয়ম মত এসএসকেএমএ ভর্তি হতে চেয়েছিলেন সিবিআই হাজিরা এড়াতে। হাসপাতালে ভর্তি না হতে পেরেই হয়তো তিনি আন্দাজ করেছিলেন তার “দাদাগিরির” দিন শেষ হতে চলেছে।

সূত্রের খবর, যে সকল স্থানীয় নেতাদের অনুব্রতর আশেপাশে ঘোরাঘুরি করতে দেখা যেত তাদেরও নাকি কয়েক দিন ধরে দেখা যাচ্ছে না! এছাড়াও অনুব্রতর ছায়া সঙ্গী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহও তার সাথে দেখা করতে আসেননি। এই থেকে অনেকের ধারণা দল হয়তো সুযোগ বুঝেই তার সাথে দূরত্ব বজায় রাখতে চলেছে।

সূত্রের খবর ,মঙ্গলবার নিজের ঘরে বসে কেঁদেও ফেলেন বীরভূমের কেষ্ট। বৃহস্পতিবার তাকে নিজের ঘর থেকে বের হতেও দেখেননি কেউ। প্রতিদিন সকালে উঠে স্নান সেরে পুজো করেন। এরপর ট্রেড মিলে কিছুক্ষণ দৌড়ান। কিন্তু জানা যাচ্ছে, বৃহস্পতিবার এসবের থেকেই বিরত ছিলেন তিনি। তাহলে কি নিজের ভবিষ্যতের কথা ভেবে স্বাভাবিক জীবন থেকে একটু একটু করে নিজেকে সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন অনুব্রত? প্রশ্ন রাজনৈতিক মহলে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর