বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন ঘোষণার আগেই রাজ্যের নেতাদের মুখে অকথা-কুকথার বন্যা বয়ে যাচ্ছে। কিছুদিন আগে ‘খেলা হবে, ভয়ংকর খেলা হবে” স্লোগান দিয়ে ইতিমধ্যে রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর ওনার এই বয়ানের ফলে বিরোধীরা ওনাকে এবং তৃণমূলকে নিশান করতে ছাড়েনি। আর এবার বিজেপির রথযাত্রা নিয়ে অনুব্রত মণ্ডলের করা বয়ানের জেরে আবারও সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবার বীরভূমের কীর্নাহারে একটি জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ওনার ওই সভায় বীরভূম জেলার একাধিক নেতারা উপস্থিত ছিলেন। সভা থেকে বিজেপিকে বিঁধে অনুব্রতবাবু বলেন, নরেন্দ্র মোদী শুধু মিথ্যে কথা বলেন। বাংলার মানুষ বোকা নয় যে নরেন্দ্র মোদীর ফাঁদে পা দেবে। বাংলার একমাত্র উন্নয়ন করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যের উন্নয়নের জন্য যা যা করার তিনি করবেন।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সম্ভাব্য রথযাত্রা নিয়ে তোপ দাগেন অনুব্রত মণ্ডল। আজ শনিবার চৈতন্য মহাপ্রভুর নবদ্বীপ থেকে বিজেপির রথযাত্রার সূচনা করতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এরপর আগামী ৯ তারিখ অনুব্রতর গড় বীরভূমের তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি। অনুব্রত মণ্ডল বিজেপির তারাপীঠের রথযাত্রাকে তোপ দেগে বলেন, ‘ওইদিন সবাই নাচবে আমি দেখব, এরপর আমি খেলা শুরু করব”।