বাদ যেতে পারে অণ্ডকোষ! অনুব্রত মণ্ডলকে নিয়ে চরম চিন্তায় চিকিৎসকরা

বাংলা হান্ট ডেস্কঃ গরুপাচার কাণ্ডে CBI-র সামনে হাজিরা দেওয়ার কথা ছিল তার। কিন্তু কলকাতা গেলেও তিনি নিজাম প্যালেসে যাননি। সোজাসুজি গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন SSKM হাসপাতালে। ভর্তি হয়েছিলেন উডবার্ন ওয়ার্ডে। সেই সময় বিরোধীরা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) কটাক্ষ করলেও, এখন ডাক্তারদের চিন্তা এটাই বোঝাচ্ছে যে, সত্যিই সুস্থ নেই বীরভূমের এই দাপুটে নেতা।

গতকালই অনুব্রত মণ্ডলের পরীক্ষা করেন চিকিৎসকদের মণ্ডলী। সেখানে অনুব্রত মণ্ডলের অণ্ডকোষে ধরা পড়ে বড়সড় সমস্যা। পুঁজ জমে যায় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতার অণ্ডকোষে। পাশাপাশি তার ফুসফুসের অবস্থাও খুব একটা ভালো নয়। আর এবার অনুব্রত মণ্ডলের অণ্ডকোষ নিয়ে আরও বড় দুশ্চিন্তা জাহির করলেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে, অনুব্রত মণ্ডলের অণ্ডকোষ বাদ দেওয়া হতে পারে। দুটি অণ্ডকোষের অবস্থাই শোচনীয়। পুঁজও নির্গত হচ্ছে বলে জানা গিয়েছে। আর এই নিয়েই এখন দুশ্চিন্তায় পড়েছেন চিকিৎসকরা।

জানা গিয়েছে যে, বুধবার সকালে উডবার্ন ওয়ার্ডে হাঁটানো হয়েছে অনুব্রতবাবুকে। তবে, তিনি মাত্র ৬ মিনিট হাঁটার পরই নাকি হাত তুলে দিয়েছেন আর হাঁটতে পারছিনা বলে। ছয় মিনিটেই হাফিয়ে যান তিনি। এরপর তিনি ক্লান্ত হয়ে বশে পড়েন। বর্তমানে ওনাকে মাঝে মধ্যেই অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের সুস্বাস্থ্য কামনার জন্য বীরভূমে চলছে মহাযজ্ঞ। গতকাল বীরভূমের তৃণমূল নেতারা এই মহাযজ্ঞের জন্য করেছিলেন এলাহি আয়োজন। কেজি কেজি ঘি, চন্দন কাঠ, ও নানান যজ্ঞের সামগ্রী দিয়ে যজ্ঞ করে অনুব্রতবাবুর সুস্বাস্থ্যের জন্য কামনা করা হয়।


Koushik Dutta

সম্পর্কিত খবর