জ্বর ও শ্বাসকষ্ট অনুব্রতর, তড়িঘড়ি বোলপুর থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বীরভূমের (Birbhum) তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। কলকাতায় এনে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাঁকে- এমনটা খবর পাওয়া গিয়েছে। বেশকিছু দিন ধরে জ্বর এবং শ্বাসকষ্টের দরুন কলকাতায় আনা হচ্ছে অনুব্রত মণ্ডলকে।

করোনাকালে অবিরত মানুষের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। কিন্তু বর্তমানে করোনা সন্দেহে বোলপুর থেকে কলকাতায় তাঁকে নিয়ে আসা হচ্ছে। মাঝে মধ্যে কলকাতার অ্যাপোলো হাসপাতালে রুটিন চেকআপের জন্য তিনি এলেও, এবার ব্যাপারটা কিছুটা গুরুতর বলেও মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, গত দুদিন ধরে জ্বর থাকার পর হঠাৎই বৃহস্পতিবার দুপুর থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় অনুব্রত মণ্ডলের। বোলপুর হাসপাতালে তাঁকে ভর্তি করা হলেও, করোনা সন্দেহে সেখানে থেকে চিকিৎসা করানোর ঝুঁকি না নিয়ে তাঁকে সোজা কলকাতায় অ্যাপোলো হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসা হয়।

সূত্রের খবর, বীরভূমের তৃণমূল সভাপতির সঙ্গে তাঁর মেয়েও রয়েছেন। তবে অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কথা শুনে, তাঁর অনুগামীরা এবং তৃণমূল কর্মী, সমর্থকরা তাঁর আরোগ্য কামনা করছেন।

সম্পর্কিত খবর

X