বাংলা হান্ট ডেস্ক : এখন পুলিস হেফাজতে দিন কাটছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। আর তার জেরেই গরুপাচার মামলায় (Cow Smuggling Case) আসানসোল আদালতে পেশই করা হল না তাঁকে। বিচারক এবং অনুব্রতর আইনজীবীও অনুপস্থিত থাকায় জমা পড়ল না মামলার কেস ডায়েরিও।
আদালতের আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে আসানসোল আদালতে পেশ করার কথা ছিল। কিন্তু আসানসোল সংশোধনাগারের পক্ষ থেকে সিবিআইয়ের বিশেষ আদালতে জানানো হয়, এই মুহুর্তে দুবরাজপুরে পুলিস হেফাজতে রয়েছেন অনুব্রত। ফলে তাঁকে হাজির করানো সম্ভব নয়।
এদিকে সিবিআই আদালতের বিচারকও রয়েছেন ছুটিতে। অনুব্রত মণ্ডলের আইনজীবীও এদিন আদালতে উপস্থিত হননি। শুধু আই ও অর্থাৎ তদন্তকারী অফিসার ও সিবিআইয়ের আইনজীবী আদালতে হাজির হন। তাই জমা পড়ল না কেস ডায়েরিও। বিশেষ সুত্রে খবর এই মামলার পরবর্তী শুনানি হবে ৫ জানুয়ারি।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোন মামলা চলছে, তা জানতে চেয়ে এদিন দুবরাজপুর আদালতের সার্টিফায়েড কপি চাইল ইডি। কিন্তু তা নিয়েও তৈরি হয়েছে নানান বিতর্ক। থার্ড পার্টি হিসেবে ইডি কখনওই এই কপি চাইতে পারে না বলেই মত আইনজীবী মহলের একাংশের। এই বিষয়টি পুরোপুরি ইডির এক্তিয়ার বহির্ভূত বলে দাবি করা হয়েছে।
তিনদিন আগেই বীরভূম জেলা পুলিসের দুবরাজপুর থানার পুলিস ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে দলের এক কর্মীকে মারধরের অভিযোগে হওয়া একটি মামলায় আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে যায়। সেখানকার আদালত তাঁকে ৭ দিনের পুলিসি হেপাজতের নির্দেশ দেন। তখন থেকেই তিনি সেখানে আছেন।