বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েকমাস ধরে সংবাদের শিরোনামে বিশ্বভারতীর ( Visva Bharati ) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এবার তাকে সরাসরি হুমকি দিলেন অনুব্রত মন্ডল ( Anubrata Mandal )। বললেন, ‘ভোট পেরিয়ে গেলে এমন শিক্ষা দেব, তুমি সারাজীবন মনে রাখবে’। এমনকি এদিন তিনি উপাচার্যকে ফের পাগল বলেও কটাক্ষ করেন।
বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে এদিন ‘বিশ্বভারতী বন্ধ করে দেওয়া’র চক্রান্তের প্রতিবাদে গন কনভেশনের আয়োজন করা হয়েছিল তৃণমূলের ( TMC ) তরফে। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ফের উপাচার্যের ( Bidyut Chakraborty ) বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। এদিন তিনি বলেন, ‘হাই কোর্টের অর্ডার থাকা সত্তেও গেট বন্ধ করে দিচ্ছেন। দিল্লি থেকে একজনকে এনে এখানে প্রার্থী করেছে, ভাবছেন একজন এমএলএ হাতে থাকলে যা খুশী করতে পারবেন।’ তখনই অনুব্রত মন্ডল আরও যোগ করে বললেন, ‘পারবে না, ওর সেই ক্ষমতা নেই।’
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কর্মীদের নিয়ে জুম মিটিংয়ে একটি বৈঠক করেছিলেন। সম্প্রতি সেই জুম মিটিংয়ের একটি অডিও ক্লিপ ফাঁস হয়ে যায়। যদিও যার সত্যতা এখনও বিচার করা হয়নি, তবে সেই মিটিংয়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয় বন্ধ করার হুমকি দিতে শোনা গিয়েছে।
তারপরই এদিনের এই গনকনভেশনে উপাচার্যকে একহাত নিয়ে ফের পাগল বলে কটাক্ষ করেন অনুব্রত। তবে বিদ্যুৎ চক্রবর্তীর এই শিরোনামে ওঠার মূল কেন্দ্র বিন্দু ছিল পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে। তারপর থেকেই তিনি একেরপর এক বিতর্কে জড়িয়েছেন।