‘ফেটে গিয়েছে ফিশচুলা, খুব কষ্ট হয়ে” বিচারকদের সামনে দুঃখ প্রকাশ অনুব্রতর

বাংলা হান্ট ডেস্ক : তিহাড় যাত্রা রুখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন গোরুপাচার মামলায় (Cattle Smuggling Case) অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol CBI Court) অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার পক্ষে রায় দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অনুব্রত। আজ সেই মামলার শুনানি হল।

অনুব্রত দিল্লি যাত্রা নিয়ে না ঘটনার মধ্যেই এদিন তাঁকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। তবে অনুব্রতকে এদিন সশরীরে আদালতে পেশ করা হয়নি। ১৪ দিন পর তাঁকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে হাজির করা হয়। শুনানি চলকালীন বিচারক তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চান। তিনি কেমন আছেন তা জানতে চান বিচারপতি। বীরভূ্মের এই তৃণমূল নেতা প্রথমে বলেন, ‘আমি ভালো আছি।’ তারপরই হঠাৎ ১৮০ ডিগ্রি পাল্টি খান। অবস্থান বদল করে অনুব্রত বলেন, ‘আমার ফিসচুলা ফেটে গিয়েছে এবং সেখান থেকে রক্তপাত হচ্ছে। খুব ব্যথা করছে। আমি ভীষণ ভয়ের মধ্যে রয়েছি।’

কেষ্টর কষ্টর কথা শুনে বিচারপতি বলেন, ‘আপনার যে শারীরিক সমস্যার কথা জানালেন, আমি জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেব।’ এদিনও জামিনের আবেদন করেননি অনুব্রত মণ্ডলের আইনজীবীরা। আদালত তাঁকে আবারও ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন। আগামী ১৭ মার্চ এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর।Anubrata 3

অনুব্রতকে দিল্লিতে হাজির করানোর নির্দেশ কেন পালন করা হয়নি তা নিয়ে মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জবাব চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। এর দু’দিনের মধ্যেই গরু পাচার মামলায় অভিযুক্ত তৃণমূল নেতাকে আসানসোলের জেল থেকে দিল্লি নিয়ে যাওয়ার তৎপরতা শুরু হয়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করারও নির্দেশ দিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষকে।

সংশোধনাগার সূত্রে খবর, সব ব্যবস্থা না হওয়ায় বৃহস্পতিবার অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া যায়নি। এর উপর আজই আসানসোলের সিবিআই আদালতে অনুব্রতকে হাজির করানোর কথাও রয়েছে। তার আগেই কলকাতা এবং দিল্লির হা‌ই কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত মণ্ডল।

Sudipto

সম্পর্কিত খবর