বাংলাহান্ট ডেস্কঃ হেলিকপ্টারের প্ল্যান বাতিল করে জনশতাব্দী এক্সপ্রেস ধরেই জেলাসফরে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ দাপট দেখা না পারলেও, শনিবার সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে বঙ্গবাসী। তাই কপ্টারের পরিবর্ততে ট্রেনেই সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী।
পরিকল্পনা মাফিক হাওড়া স্টেশন থেকে জনশতাব্দী এক্সপ্রেসে করে সোমবার দুপুরে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই যাত্রা পথেই বোলপুর স্টেশনে ট্রেন এসে দাঁড়াতেই দিদির সঙ্গে দেখা করতে এলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শুধু দেখা করতেই নয়, দিদির জন্য চপ, মুড়ি ও মিষ্টিও নিয়ে এলেন অনুব্রত মণ্ডল, তুলে দিলেন মুখ্যমন্ত্রীর হাতে।
জেলা সফরে বেরিয়ে প্রথমে উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ৭ ই ডিসেম্বরেই গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক সেরে রায়গঞ্জের প্রশাসনিক বৈঠক সারার পরিকল্পনা রয়েছে। তারপর মালদহ এবং মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠক করবেন ৮ ই ডিসেম্বর। দেখা করবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গেও। এরপর নদিয়ার কৃষ্ণনগরে যাবেন ৯ ই ডিসেম্বর। বাংলার ক্ষমতায় তৃতীয়বার আসার পর সবকিছু একবার করে নিজের হাতেই ঝালিয়ে নিচ্ছেন মুখ্যমন্ত্রী।
তবে এরই মধ্যে সোমবার মুখ্যমন্ত্রীর হাতে চপ, মুড়ি ও মিষ্টি তুলে দিয়ে অনুব্রত মন্ডল বলেন, ‘আজ মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার সময় জেলাশাসক, জেলা পুলিশ সুপার ছিলেন বোলপুর স্টেশনে। নেত্রী তথা মুখ্যমন্ত্রী এখান থেকে যাচ্ছেন বলে, তাঁর সঙ্গে দেখা করা একটা আলাদা কর্তব্যের মধ্যেই পড়ে’। তবে দুজনের মধ্যে সেরকম কোন কথাই হয়নি বলে জানান তৃণমূলের ‘কেষ্ট’।