দোল যাত্রার দিনই কেষ্টর তিহাড় যাত্রা! ব্যর্থ সকল প্রচেষ্টা, শেষ অনুব্রতর সকল জারিজুরি

বাংলা হান্ট ডেস্ক : কোনও ভাবেই আর আটকানো গেল না। যেতেই হচ্ছে দিল্লি (Delhi)। জানা যাচ্ছে, দোলের দিনই দিল্লির বিশেষ আদালতে হাজির করানো হতে পারে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। আগামীকাল মঙ্গলবারই কেষ্টর স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে দিল্লি রওনা হবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তদন্তকারী আধিকারিকের দল। সোমবার আসানসোল সংশোধনাগার সূত্রে এমনই খবর।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এখন আসানসোলের সংশোধনাগারেই রয়েছেন। তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করাতে চাইছে ইডি। সংশোধনাগার সূত্রে খবর, মঙ্গলবার দিল্লি যাত্রার জন্য সকাল ৬টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে বার করে আনা হবে। সেখানে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য পুলিসের আধিকারিকেরা। এর পর তাঁদেরই নিরাপত্তায় অনুব্রতকে নিয়ে কলকাতা রওনা দেবেন সংশোধনাগার কর্তৃপক্ষ।

   

এদিন আসানসোল আদালত স্পষ্ট করে দেয়, অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করানো পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে জেল কর্তৃপক্ষ, তার নিরাপত্তার জন্য বাহিনী মোতায়েন করতে হবে আসানসোল পুলিশকে। শারীরিক পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে ইডি-র হাতে তুলে দেওয়া হবে। অর্থাৎ মেডিক্যাল করানোর আগে পর্যন্ত যাবতীয় দায়িত্ব জেল কর্তৃপক্ষের। নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে হবে আসানসোল পুলিসকেই।

anubrata

আসানসোল সিবিআই আদালতে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দিলেন, হাইকোর্টের নির্দেশ কার্যকরী হবে। আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটকে এসকর্ট দিয়ে অনুব্রতকে নিয়ে যেতে হবে। সেন্ট্রাল হাসপাতালে অনুব্রতর শারীরিক পরীক্ষা হবে। তারপর সেখান থেকে ইডির দায়িত্বে গোটা বিষয়টি চলে যাবে।

ডিসিপি সেন্ট্রাল এসএস কুলদীপ আইনি পরামর্শ নিতে এসেছিলেন আসানসোল সিবিআই আদালতে। অনুব্রতর ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরই জেল কর্তৃপক্ষ ইডি-কে দায়িত্ব হস্তান্তর করবে। অর্থাৎ আসানসোল সিবিআই আদালতের বিচারক জেল, কমিশনারেট ও ইডি-র মধ্যে দায়িত্ব ভাগ করে দিয়েছেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর