বাংলাহান্ট ডেস্ক : অনুব্রত কন্যার বেতন বন্ধ হল। অনেক আগেই অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডল স্কুলে না গিয়েই মাসের পর মাস বাড়ি বসে বেতন নিয়েছেন। গত জানুয়ারি মাস থেকে বন্ধ হয়ে গিয়েছে সুকন্যা মন্ডলের (Sukanya Mondal) বেতন। তবে সরকারিভাবে এই বেতন (Salary) বন্ধের কারণে হিসাবে কিছু জানানো হয়নি।
বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি সূত্র দাবি করেছে স্কুলে না যাওয়ার অভিযোগের ভিত্তিতে সুকন্যা মন্ডলের বেতন বন্ধ করা হয়েছে। বুধবার প্রকাশ্যে এসেছে জেলা প্রাথমিক শিক্ষকদের স্যালারি সিটের একটি ছবি। তাতে দেখা যাচ্ছে সুকন্যা মন্ডলের নামের পাশে লেখা রয়েছে “জানুয়ারি ২৩ থেকে বেতন বন্ধ।”
অনুব্রত মণ্ডলের বাড়ি বীরভূমের (Birbhum) বোলপুরের নিচুপট্টি এলাকায়। সেখান থেকে সামান্য দূরে কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়েই অনুব্রত কন্যা সুকন্যা শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই অভিযোগ উঠেছে সুকন্যা মণ্ডল স্কুলে যান না। সই করার জন্য তার বাড়িতেই রেজিস্টার খাতা পৌঁছে যেত বলেও উল্লেখ করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের (Highcourt) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তলব করেছিলেন সুকন্যাকে। এরপর সুকন্যা মণ্ডল হাজিরা দেন আদালতে। প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে উঠে এসেছে শাসক দলের একাধিক প্রভাবশালী নেতার নাম। তবে এবার সুকন্যার বেতন সংক্রান্ত ঘটনা যে শাসক দলকে বেজায় অস্বস্তিতে ফেললো একথা বলাই বাহুল্য।