বাংলা হান্ট ডেস্কঃ বহু তপস্যার পর ছাড়া পেয়েছেন কেষ্ট। গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) সম্প্রতি জামিন পেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। তার কিছুদিন আগেই এই মামলায় জেলমুক্তি হয়েছিল কেষ্ট কন্যা সুকন্যার। আর এবার গরুপাচার মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন (Saigal Hossain)।
সূত্রের খবর, ৫ লক্ষ টাকার বন্ডে কেষ্টর দেহরক্ষীকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসল কৃ্ষ্ণা। অনুব্রত যে কারণে জামিন পেয়েছেন সেই একই কারণেই জামিন পেয়েছেন সায়গল হোসেনও। দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এই যুক্তিতেই আদালত তরফে জামিন পেয়েছেন সায়গল।
এদিন সায়গলের জামিনের মামলার শেষে বিচারপতি বলেন, তদন্ত শেষ হয়েছে। আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা পড়েছে। কিন্তু গত ২ বছরেরও বেশি সময়ে বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সায়গলের পাস্ট হিস্ট্রি খতিয়ে বিচারপতি বলেন এই অভিযুক্ত জামিন পেলে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। কারণ তিনি একজন সরকারি কর্মচারী মাত্র। সাক্ষীদের উপর কোনোভাব প্রভাব খাটাবে এই সম্ভাবনা নেই।
এছাড়া বিচারপতির পর্যবেক্ষণ, এই মামলায় বিরাট পরিমাণে নথি রয়েছে। ফলত বিচার প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাই সেকথা মাথায় রেখে সায়গলের জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। এদিন সায়গলের জামিনের শুনানি মামালায় উঠে আসে অনুব্রত প্রসঙ্গও।
আরও পড়ুন: রবিতে জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকবে কলকাতার আবহাওয়া? ওয়েদার আপডেট
২০২২ সালের জুন মাসে গরুপাচার মামলায় সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। একই সাথে ওই বছর অক্টোবরে সায়গলকে গ্রেফতার করে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিও। এতদিন তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। দীর্ঘদিন জেলে থাকার পর এবার ২০২৪ সালে পুজোর ঠিক আগে জামিন পেলেন সায়গল। দু-একদিনের মধ্যেই জেল থেকে বেরিয়ে আসবেন সায়গল।