রাত থেকে আচমকা বুকে ব্যথা! ফের হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বুধবার রাতে বুকে আচমকা ব্যথা অনুভব করেন অনুব্রত আর তারপরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সূত্রের খবর, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বীরভূমের জেলা সভাপতি। হাসপাতালে পৌঁছানোর পর হুইলচেয়ারে করে তাঁকে ভেতরে নিয়ে যাওয়া হয়। আপাতত অনুব্রত মণ্ডলের শারীরিক পরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। কোনরকম ব্লকেজ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত মাসেই সিবিআই তদন্তের মুখে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত। তাঁর এই শারীরিক অসুস্থতাকে কেন্দ্র করে অবশ্য তৃণমূল নেতাকে আক্রমণ শানাতে ছাড়েনি বিরোধী দলগুলি! সিবিআই তদন্তের হাত থেকে বাঁচার জন্যই যে তিনি শারীরিক অসুস্থতার বাহানা করে চলেছেন, সেই বিষয়ে মত প্রকাশ করেন অনেকে।

অবশ্য এর পরেই তৃণমূল নেতার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দেয়। হৃদপেশী এবং স্থূলতা জনিত অসুস্থতার পাশাপাশি অন্ডকোষের সমস্যাও ধরা পড়ে অনুব্রতর। প্রায় তিন সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর সম্প্রতি এসএসকেএম থেকে ছাড়া পান তিনি।

যদিও সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি অনুব্রতর। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কিছু সময়ের মধ্যেই সিবিআই দ্বারা তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রেও শারীরিক অসুস্থতার প্রসঙ্গ টেনে এনে সিবিআই হাজিরা হতে অনুপস্থিত থাকেন তিনি। যদিও এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় চিকিৎসকদের দ্বারা তৃণমূল নেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়, তবে আচমকা গতকাল তাঁর বুকে ব্যথার পিছনে কারণ কী, তা বর্তমানে জানা যায়নি। আর সেই দিকটি খতিয়ে দেখার জন্যই অনুব্রতর একাধিক শারীরিক পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে।


Sayan Das

সম্পর্কিত খবর