‘ওঁর গায়ে হাত দিয়ে দেখুক” অনুব্রতকে নিয়ে বলেছিলেন মমতা! গ্রেফাতারির পর এখনো নীরব

বাংলা হান্ট ডেস্কঃ সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার তৃণমূলের ‘হেভিওয়েট’ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বর্তমানে এ ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। গতকাল এ ইস্যুতে দুর্নীতির বিরুদ্ধে দলের অবস্থান স্পষ্ট করে দিলেও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘প্রিয়’ অনুব্রতর বিরুদ্ধে কোনরকম শাস্তির ঘোষণা করেনি। আর এর মাঝেই স্পষ্টই প্রশ্ন উঠে গিয়েছে, তবে কি শেষ পর্যন্ত সিবিআই এবং ইডির বিরুদ্ধে গিয়ে অনুব্রতর পাশেই দাঁড়াবেন মমতা, নাকি এক্ষেত্রে পার্থর মতন শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হবে কেষ্টকে?

গতকাল সকাল হতেই অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বর্তমানে ১০ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তৃণমূল নেতা। তবে গ্রেফতারি প্রসঙ্গ ছাড়িয়ে বর্তমানে প্রশ্ন উঠে গিয়েছে, এক সময়ে বিভিন্ন অভিযোগ সত্ত্বেও যে অনুব্রতর পাশে দাঁড়িয়ে ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, গতকাল গ্রেফতারির পরেও কি সেই একই অবস্থান দেখবে বঙ্গবাসী, নাকি এক্ষেত্রে অপেক্ষা করে রয়েছে নতুন কোনও রাজনৈতিক পরিকল্পনা?

উল্লেখ্য, গতকাল অনুব্রতর গ্রেফতারির পর কলকাতায় মিছিল করার পাশাপাশি বিভিন্ন প্রান্তে গুড় ও বাতাসা বিলি করে বিরোধী দলগুলি। একই সঙ্গে তারা এদিন মুখ্যমন্ত্রীর আগামী পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। অতীতে কেষ্টর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “অনুব্রত মণ্ডলকে যদি ধরতে হয়, তবে বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ওর গায়ে একবার হাত দিয়ে দেখুক।”

34f03e89 c029 4c63 baf0 957186980cc8

একইসঙ্গে, বঙ্গ রাজনীতিতে বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন অনুব্রত। কখনো ‘চড়াম চড়াম ঢাক বাজবে’ থেকে শুরু করে ‘খেলা হবে’-র মতো মন্তব্যে মাতিয়ে রাখেন বীরভূমের জেলা সভাপতি। তবে বিরোধীদের দাবি, এক্ষেত্রে অনুব্রতর বিরুদ্ধে পদক্ষেপ তো দূরের কথা, বরং একাধিক সময় তাঁর স্বপক্ষেই যুক্তি খাড়া করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। একদা তিনি বলেন, “মাঝেমধ্যে ওর (অনুব্রত) মাথা গরম হয়ে যায়। তবে সংগঠন ভালো করে।” প্রসঙ্গত, বর্তমানে মমতার ‘প্রিয়’ সেই কেষ্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার। তবে অতীতের ন্যায় এবারেও অনুব্রতর পাশেই দাড়ান মুখ্যমন্ত্রী, নাকি দল তাঁর থেকে দূরত্ব তৈরি করে চলে, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর