বাংলা হান্ট ডেস্কঃ তিন মাসের ওপর সময় ধরে জেলে রয়েছেন বীরভূমের (Birbhum) ‘প্রভাবশালী’ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সম্প্রতি, গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হওয়ার পর থেকে অস্বস্তি যেন ক্রমাগত বেড়ে চলেছে কেষ্টর। ইতিমধ্যেই তাঁকে ফের একবার ১৪ দিনের হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দিল্লি হাইকোর্টে অপর একটি মামলা চলছে। ফলে সব মিলিয়ে বেকায়দায় অনুব্রত আর এর মাঝে অনুগামীদের উদ্দেশ্যে তৃণমূল নেতার কাতর বাণী, “তোরা আমাকে বার করতে পারছিস না। মরে গেলাম যে।”
উল্লেখ্য, সম্প্রতি গরু পাচার মামলায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের নামে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ মেলে। এক্ষেত্রে তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক জমি, কোম্পানি এবং সম্প্রতি লটারির টিকিট মেলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র।
তবে শুধুমাত্র সিবিআই-ই নয়, কয়েকদিন পূর্বেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছে তারা। অপরদিকে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন অনুব্রতর আইনজীবী। এর মাঝেই আবার গত শুক্রবার অনুব্রতকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
তবে এত অস্বস্তি সত্ত্বেও দমতে নারাজ অনুব্রত মণ্ডল। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তা কেন্দ্র করে বীরভূমের পরিস্থিতি জানতে তৎপর তিনি। গত শুক্রবার আদালতে উপস্থিত অনুগামীদের উদ্দেশ্যে বাংলার সমগ্র পরিস্থিতি জানতে চান কেষ্ট। সূত্রের খবর অনুযায়ী, বীরভূমের তৃণমূল সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়ের কাছে অনুব্রত প্রশ্ন করেন, “পঞ্চায়েতে জিতবি তো?”
পরবর্তীতে বিশৃঙ্খলার ছবি প্রকাশ্যে আনেন অনুব্রতর অনুগামীরা। এক্ষেত্রে তৃণমূল নেতা বলেন, “রাজা ছাড়া কি রাজত্ব চলতে পারে না? তোরা তো আমাকে বার করতে পারছিস না। মরে গেলাম যে।” ফলে সব মিলিয়ে অনুব্রতর কাতর বাণী মাঝে তিনি যে ভালো নেই, সেই বিষয়টিই যেন বর্তমানে বুঝিয়ে দিলেন বীরভূমের ‘প্রভাবশালী’ এই নেতা।