বাংলা হান্ট ডেস্কঃ গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) এবার আরও বিপাকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গত বছর ইডির হাতে গ্রেফতারির প্রায় ৯ মাস পর গতকাল তার বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। আর তাতেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
ঠিক কী বিস্ফোরক দাবি ইডির? আদালতে পেশ করা চার্জশিটে ইডি জানিয়েছি, নগদে টাকা নিয়েই বিপাকে পড়েন অনুব্রত মণ্ডল। তার অ্যাকাউন্টে একই দিনে ৪৯ হাজার আবার কোনো অ্যাকাউন্টে ৯৯ হাজার টাকা করে জমা পড়েছিল। এভাবেই গরু পাচারের প্রায় ৪৮ কোটি টাকা কেষ্ট মণ্ডলের অ্যাকাউন্টে পৌঁছয় বলে বিস্ফোরক দাবি ইডির।
চার্জশিটে ইডির দাবি, অ্যাকাউন্টে টাকা জমা করার সময় ১ টাকার খেল খেলতেন অনুব্রত। আয়কর বিভাগ ও ব্যাঙ্কের নজরদারি এড়াতেই এই পন্থা। কোনো ক্ষেত্রে টাকার অঙ্ক যাতে বেশি না দেখায় তার জন্য ১ টাকা করে কম জমা দেওয়া হত। এই যেমন ৫০ হাজার টাকার বদলে জমা পড়ত ৪৯,৯৯৯ টাকা। আবার ১ লক্ষ টাকার ক্ষেত্রে তা হয়ে যেতে ৯৯ হাজার ৯৯৯ টাকা। এভাবেই চলত টাকার খেলা। দাবি ইডির।
পাশাপাশি, টাকা জমা দেওয়া হতো ক্যাশ ডিপোজিট মেশিনে। ব্যাঙ্কে গিয়ে সেই টাকা জমা দেওয়া হতো। তাতে দুটি সুবিধা মিলত। একদিকে যেমন আইডি কার্ড বা প্যান কার্ড দেখানোর দরকার হতো না, অন্যদিকে পরিচয়ও গোপন থাকত। অর্থাৎ অত্যন্ত বুদ্ধির সাথে সব দিক বুঝেই চলত লেনদেন।
গোয়েন্দা সংস্থার দাবি, এভাবে পরিচয় গোপন করেই চলত লক্ষ লক্ষ টাকা লেনদেন। এখানেই শেষ নয়, লটারির ২ কোটি টাকাও তিন দফায় অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের অ্যাকাউন্টে ঢোকে বলে দাবি ইডির। প্রসঙ্গত,এদিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ২০৩ পাতার চার্জশিটের পাশাপাশি তার সঙ্গে অনুব্রতর বিরুদ্ধে প্রায় তিন হাজার পাতার নথিও জমা দিয়েছে গোয়েন্দা সংস্থা৷